শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৭:২৯ অপরাহ্ন

ফুলবাড়ীতে রমজান উপলক্ষ্যে হঠাৎ করে বেড়ে গেছে বেগুনের দাম-ভোরের কণ্ঠ।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৬৫৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ১৯ এপ্রিল, ২০২১

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার গ্রামাঞ্চলে শাক-সবজির ব্যাপক চাষাবাদ হলেও রমজানে হাট বাজারে হঠাৎ বেড়েছে বেগুনের দাম।

সবজি বিক্রেতারা বলেন, রমজান শুরুর আগে ফুলবাড়ীতে হাট বাজারে প্রতি কেজি বেগুন বিক্রি হতো ১০ থেকে ১৫ টাকায় । রমজান শুরুর পর সেই বেগুনের দাম হঠাৎ বেড়ে ৫০ থেকে ৬০ টাকা কেজিতে উঠেছে।

ইফতার সামগ্রি বিক্রেতা ফয়সাল জানান,রমজান মাসে ইফতার সামগ্রির মধ্যে অন্যতম  বেগুনের চপ বা বেগুনি,এটি তৈরিতে আবশ্যকীয় সবজি বেগুন। এ কারনেই রমজান মাসে বেগুনের চাহিদা বৃদ্ধি পাওয়ায় সবজি দোকানীরা বেগুনের দাম বাড়িয়ে দিয়েছে।

ফুলবাড়ী কাঁাচা বাজারের সবজি বিক্রেতা শাহাজামাল বলেন,রমজান মাসে ইফতারীর জন্য বেগুনের চপ তৈরীর পাশাপাশী এই এলাকার বেগুন রাজধানীসহ অন্যান্য জেলায় চালানের কারণে বেগুনের দাম অনেকটা বেড়ে গেছে।

এদিকে ক্রেতারা বলছেন,একেতো অর্থ সংকটের মধ্যদিয়ে করোনায় লকডাউনের মধ্যে রমজান পালন করতে হিমসিম খেতে হচ্ছে, তার উপর বাজারে নিত্য পন্যের দাম বাড়লে কদিন পরে চলা মুশকিল হয়ে যাবে। এজন্য তারা স্থানীয় প্রশাসনের নিকট বাজার তদারকির আনুরোধ জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর