উল্লাপাড়া(সিরাজগঞ্জ)প্রতিনিধিঃ সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়ন বি.এন.পি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
বুধবার বিকেল ৪ টার দিকে ৯ টি ওয়ার্ডের নেতাকর্মী সলপ স্টেশন চত্বরে এসে সমবেত হয়ে প্রথমে পঞ্চক্রোশী গ্রামের পূজামণ্ডপ পরিদর্শন করেন।পর্যায়ক্রমে মাটিকোড়া,শাহজানপুর, রামকান্ত পুর ও বন্যাকান্দিতে দুইটি সহ মোট ৬ টি পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় মণ্ডপের পুরোহিতদের সাথে কুশল বিনিময় করে বলেন নির্বিঘ্নে শারদীয় দুর্গোৎসব পালন করতে সার্বিক সহযোগিতা করবে পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী।
সাধারন সম্পাদক মোঃ হায়দার আলী বলেন শারদীয় দুর্গাপুজা সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব।তাদের উৎসব যেন নির্বিঘ্নে পালন করতে পারে সেলক্ষ্যে পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপি, যুবদল,ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতাকর্মীদের সাথে নিয়ে পুজা মণ্ডপ পরিদর্শন করেছেন।
পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল মালেক জানান আমরা বাঙালি,হিন্দু সম্প্রাদায় বাঙালি।একজন বাঙালি আরেকজন বাঙালির নিরাপত্তা বিধান করা আমাদের নৈতিক দায়িত্ব। তিনি আরোও বলেন দলীয় কর্মসূচির অংশ হিসাবে মণ্ডপে মণ্ডপে গিয়ে তারুণ্যের অহংকার তারেক রহমানের শারদীয় উৎসবের শুভেচ্ছা পৌছে দেওয়া হয়েছে।
এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন পঞ্চক্রোশী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ শাহরিয়ার মুইন শাহিন,ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মোঃ রাউফুল ইসলাম,সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ তাজিমুল হাসান(দুলাল),সিনিয়র যুগ্ন আহবায়ক, মোঃ রেজাউল করিম,যুগ্নআহবায়ক মোঃ রাশিদুল ইসলাম(রাসেদ),যুগ্ন আহবায়ক মানিক হোসেন,যুগ্ন আহবায়ক সাইদুল ইসলাম, ইনিয়ন সেচ্চাসেবক দলের সদস্য সচিব মোঃ রুবেল হোসেন,যুগ্ন আহবায়ক একরামুল হক,ইউনিয়ন ছাত্র দলের সভাপতি মোঃ উজ্জল সরকার,সাধারন সম্পাদক মোঃ রবিউল ইসলাম প্রমূখ।
পঞ্চক্রোশী ইউনিয়ন পুজা উদযাপন কমিটির
সভাপতি-চৈতন্য ও সম্পাদক-সুশান্ত বলেন বাংলাদেশে বসবাস করে আমরা নিজেদের সংখ্যা লঘু মনে করি না। দুর্গাপুজা আমাদের বড় ধর্মীয় উৎসব। পুজামণ্ডপে শান্ত পরিবেশ রক্ষায় সার্ক্ষনিক মুসলিম সম্প্রদায়ের মানুষ নিয়োজিত আছে। কোন রকমের হানাহানি নাই। বাংলাদেশের নাগরিক হিসেবে গর্ব করি।