মাধবপুর (হবিগঞ্জ)প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়া জেলা নাসিরনগরে সেপটিক ট্যাংকির ভেতরে তিনজন নির্মান শ্রমিকের মৃত্যুর ঘটনাকে নিরপেক্ষ তদন্ত করে রহস্য উদঘাটনের দাবিতে মাধবপুরে মানবন্ধন বিক্ষোভ, প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ এপ্রিল) বিকাল ৪টায় এলাবাসীর আয়োজনে ঢাকা-সিলেট মহাসড়কের মাধবপুর উপজেলা পরিষদের সামনে মানবন্ধন ও বিক্ষোভ,প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
সুষ্ঠু তদন্তের মাধ্যমে মৃত্যুর রহস্য উদঘটান করে দোষীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানান নিহতের স্বজন ও এলাকাবাসী।
স্বজনদের দাবি এটি পরিকল্পিত হত্যাকান্ড। বক্তব্য রাখেন আদাঐর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান উপজেলা যুবলীগ সভাপতি ফারুক পাঠান,কাউন্সিলর সামসুল ইসলাম পিন্টু পাঠান, আফজাল মিয়া উপজেলা ছাত্রলীগের সাবেক সারারণ সম্পাদক উজ্জল পাঠান,সেচ্ছাসেবক লীগ নেতা শাহ জয়নাল আদাঐর ইউনিয়নের নারী ইউপি সদস্য মিনারা বেগম ,জাকির হোসেন প্রমূখ।
পার্শবর্তী উপজেলা নাসিরনগর উপজেলার গুনিয়াউক ইউনিয়নের গুটমা বাজারের পাশে আহাদ আলীর স্ত্রীর নামে স্বপ্না মার্কেটে সেপটিক ট্যাংকের ভিতরে থেকে গত (১৪ এপ্রিল) সকালে তিন নির্মাণ শ্রমিকের মৃতদেহ ফায়ার সার্ভিস ও পুলিশের সহযোগিতায় উদ্ধার হয়।
নিহতরা হলেন হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার আদাঐর ইউনিয়নের সম্পদপুর গ্রামের মোঃ নজব আলী ছেলে চুন্নু মিয়া (২২), মৌজপুর গ্রামের আবেদ আলীর ছেলে সম্রাট মিয়া ( ২৩) ও মাধবপুর পৌরশহরের কৃষ্ণনগর গ্রামের ফজলুল হকের ছেলে আলম মিয়া( ২২)।