মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪৮ পূর্বাহ্ন

যশোরে দেশিয় অস্ত্র-বোমাসহ ৪ কিশোর সন্ত্রাসী গ্রেফতার।

যশোর প্রতিনিধি / ১৫৭ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ১৭ মার্চ, ২০২৪

যশোর প্রতিনিধিঃ
যশোর শহরের আনসার ক্যাম্প এলাকায় ১৬ মার্চ শনিবার গভীর রাতে পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং এর চার কিশোর সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।এ সময় তাদের কাছ থেকে বোমা তৈরি সরঞ্জাম ও ককটেলসহ দেশিয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

১৭ মার্চ রোববার সকালে কোতোয়ালি থানায় এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছে অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল ইমরান।

প্রেবিজ্ঞপ্তিতে তিনি জানান, যশোর শহরের চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতার করতে পুলিশ নিয়োমিত অভিযান পরিচালনা করছে। শনিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে শহরের আনসার ক্যাম্প বিলপাড়ায় অভিযান পরিচালনা করে কিশোর গ্যাংয়ের আলোচিত ৪ সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন-হৃদয় হোসেন আকাশ,আল আমিন হোসেন,আলী রাজ (হিটলার রাজ) ও আমজাদ হোসেন আকাশ। এ সময় পুলিশের উপস্থিতি আজকরতে পেরে কিশোর গ্যাং এর ৪/৫ সদস্য পালিয়ে যায়।আটককৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পালিয়ে যাওয়া সন্ত্রাসীদের নাম পরিচয় পাওয়া গেছে।পুলিশ তাদের আটকের জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে।ঘটনাস্থল থেকে বোমা তৈরির সরঞ্জাম, ৩ টি গাছি দা,৩ টি চাইনিজ কুড়াল,২টি বার্মিজ চাকু ও ৬টি ককটেল উদ্ধার করা হয়।
তিনি আরো জানান গ্রেফতার ৪ সন্ত্রাসীসহ আরোও অজ্ঞাত ৪ জনের নাম উল্লেখ করে বিস্ফোরক ও অস্ত্র আইনে মামলা রজু করে আজ রোববার বিকেলে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর