শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে বিনামূল্য ২৬৫জন নারী পেলেন ল্যাপটপ।

এলিসন সিঙ,মৌলভীবাজার প্রতিনিধিঃ / ১৪২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ১৬ মার্চ, ২০২৪

মৌলভীবাজার প্রতিনিধি :

স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে মৌলভীবাজারে প্রশিক্ষণ প্রাপ্ত  ২৬৫ জন নারীকে বিনামূল্যে ল্যাপটপ দেওয়া হয়েছে।
তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উদ্যোগে ও “হার পাওয়ার” প্রকল্পের আওতায় তারা  প্রশিক্ষণ পেয়েছেন।

শনিবার (১৬ মার্চ) জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে প্রশিক্ষণপ্রাপ্ত নারীদের মধ্যে এসব ল্যাপটপ তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত  ছিলেন কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ।

জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সংসদ সদস্য মোহাম্মদ জিল্লুর রহমান, পুলিশ সুপার মনজুর রহমান, তথ্য যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের উপসচিব তওহিদ আহমদ সজল প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে কৃষি মন্ত্রী উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ বলেন- নারীর ক্ষমতায়নে সরকার কাজ করছে। তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে নারীদের দক্ষ করতে প্রশিক্ষণ ও ল্যাপটপ দেওয়া হচ্ছে। এসব নারীরা ঘরে বসেই বৈদেশিক মুদ্রা উপার্জন করতে পারবে। ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ গড়তে নারীদের ভূমিকা অনস্বীকার্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর