করোনা প্রতিরোধে সরকার ঘোষিত নওগাঁর বিভিন্ন স্থানে সকালের শুরুর দিকে প্রশাসন এর চোখ কে ফাকি দিয়ে ঢিলে ঢালা লকডাউন চললেও দুপুরের পর থেকে পুরো শহরে লকডাউন স্থিতিশীল দেখা যায়।
পরিবহন বন্ধ থাকার কথা থাকলেও মহাসড়কে গনপরিবহন চলতে দেখা গেছে। যানবাহন গুলোতে ঠাসাঠাসি করে যাত্রী বহন করা হচ্ছে। সোমবার ভোর থেকে সদর সড়কে এচিত্র দেখা গেছে।
খাবার রেস্তোরা গুলোতে চলছে অবাধে বেচাকোনা। মানা হচ্ছেনা কোন স্বাস্থ্য বিধি। সিএনজি চালিত এবং ব্যাটারি চালিত অটোরিক্সা আগের মতোই চলাচল করতে দেখা গেছে। এগুলো নিয়ন্ত্রনে আইন শৃংখলা বাহিনীর তৎপরতা দেখা যায়।
লকডাউন কে শক্তিশালী ভাবে কার্যকর রাখতে বিকেলে নওগাঁ সদর থানার ওসি মোঃ নজরুল ইসলাম সদর থানার বিভিন্ন স্থানে পরিদর্শন করেন। সদরের বিভিন্ন স্থানে এবং মোড়গুলোতে গিয়ে বাহিরে থাকা কিছু সংখ্যক মানুষকে সচেতন করতে তাকে তৎপর ভূমিকা পালন করতে দেখা যায়। এরপর থেকে আপাতত নওগাঁ সদরে লকডাউন নিয়ন্ত্রণের মধ্যেই আছে বলে সর্বশেষ জানা গেছে।