শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:১৯ অপরাহ্ন

ফুলবাড়ীতে ইরি বোরো ধান সবুজে ভরে উঠেছে ফসলের মাঠ-ভোরের কণ্ঠ।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৬১১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ৫ এপ্রিল, ২০২১

দিনাজপুরের ফুলবাড়ীতে সবুজে ভরে উঠেছে ইরি বোরো ফসলের মাঠ। কোথাও এতটুকুও ফাঁকা নেই,যতদুর দৃষ্টি পড়ে সবুজ আর সবুজ, দিগন্ত জুড়ে নীল আকাশের সাদা মেঘের ঢেলা যেন, সবুজের গাঢ় রঙ্গে একাকার হয়ে ঢলে পড়েছে। নতুন সাজে সেজেছে প্রকৃতি,এক নজর তাকালেই চোখ জুড়িয়ে যায়।

উপজেলা কৃষি সম্প্রসারণ কার্যালয় সুত্রে জানা গেছে, এবছর এই উপজেলায় ১৩ হাজার ৬শত ৩৩ হেক্টর জমিতে আমন চাষের লক্ষমাত্রা থাকলেও, চাষ হয়েছে ১৪ হাজার ২শত ২০ হেক্টর জমিতে,যা লক্ষমাত্রার অধিক।

উপজেলা কৃষি কর্মকর্তা রুম্মান আক্তার জানান, বরাবরের ন্যায় এবারো ব্রি-২৯, ব্রি-২৮ ব্রি-৫০,ব্রি-৫৮,ব্রি-৮১ ও বিআর -১৬ জাতের ধান চাষ হয়েছে বেশি। এই কর্মকর্তা বলেন, ফলন যাতে ভাল হয় এজন্য তঁারা নিয়মিত কৃষকদের পরামর্শ দিয়ে আসছেন।

উপজেলার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে কথা বলে জানাগেছে এবছর ইরি বোরো ধানের বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে,প্রাকৃতিক দুর্যোগ না হলে,আবারো নতুন ধানে ভরে উঠবে কৃষকের গোলা। এই প্রত্যাশা করছেন চাষিরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর