বিনোদন ডেস্কঃ স্বামী বিচ্ছেদ ঘটনার পর নিজের নাম পরিবর্তনের ঘোষনা দেন চিত্রনায়িকা মাহিয়া মাহি।গাজীপুরের রকিব সরকারকে বিয়ের পর নিজের নাম রেখেছিলেন মাহিয়া মাহি সরকার। সম্প্রতি তার সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর সংযুক্ত সরকার পদবি মুছে ফেললেন। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নাম বদলে করেছেন মাহিয়া মাহি। ২০১২ সালে শারমীন নিপা থেকে মাহিয়া মাহি নামে চলচ্চিত্রে পরিচিতি পান এই নায়িকা।
স্বামী রকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রায়ই একাকিত্ব নিয়ে পোস্ট করছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি। অবশেষে নিজের নামটাও বদলে ফেললেন মাহি।
গত ১৬ ফেব্রুয়ারি এক ভিডিও বার্তায় চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেন,আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছি। আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে। তবে রকিব খুব ভালো মানুষ। তাকে আমি সম্মান করি। অনেক কেয়ারিং সে। খুব দ্রুতই আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি। কবে আর কীভাবে হবে সেটাও দুজন মিলেই ঠিক করব।