দিনাজপুরের ফুলবাড়ী পৌরসভা কর্তৃক পাবলিক টয়লেট নির্মাণ কাজের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার বিকেল ৪টায় জনস্বাস্থ্য প্রকল্পের আওতায় প্রায় সাড়ে ৫ লক্ষ্য টাকা ব্যায়ে পৌর শহরের রেলগেট এলাকার এলএসডি গোডাউন সংলগ্ন স্থানে এই পাবলিক টয়লেট নির্মান কাজের উদ্বোধন করা হয়।টয়লেট নিমান কাজের উদ্বোধন করেন ফুলবাড়ী পৌরসভার পৌর মেয়র আলহাজ্ব মো:মাহামুদ আলম লিটন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌরসভার সহকারী প্রকৌশলী মো: লুৎফুল হুদা চৌধুরী লিমন,উপ-সহকারী প্রকৌশলী মো: জাহাঙ্গীর আলম,পৌর কাউন্সিলর হারান দত্ত,কাউন্সিলর মো:হাসানুর রহমান,কাউন্সিলর সৈয়দ মো:সামিউল ইসলাম সোহেল,ঠিকাদার নাজমুল হাসান রতনসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এ সময় পৌর মেয়র উপস্থিত সকলের উদ্দেশ্যে বলেন পৌরবাসীর দীর্ঘদিনের দাবী পুরন করতে পেরে নিজেকে গর্ভিত মনে করছি।