সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার শ্যামগাঁতী গ্রামের আমিরুল ইসলাম (৩০) নামের এক ডিস লাইন ব্যবসায়ীকে পিটিয়ে হাত-পা ভেঙ্গে দিয়েছে। গত ২৫ (মার্চ) বিকালে উপজেলার গাবগাছি গ্রামে নুরনবীর বাড়িতে এই ঘটনা ঘটে। পরে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করান। অবস্থা অবনতি হওয়ায় ঢাকা মেডিকাল কলেজ হাসপাতালে রেফাড করা হয়েছে বর্তমানে চিকিৎসাদিন। কর্তব্যরত চিকিৎসক জানান, তার হাত ও পায়ের হাড় গুলো খন্ড খন্ড হয়ে গেছে।
আহত আমিরুলের ভাই জানান, বেশকিছু দিন আগে আমার ভাইয়ের সাথে গাবগাছি গ্রামের নুরনবীর মেয়ের সাথে সর্ম্পক ছিলো এই বিষয় নিয়ে গ্রাম্য শালিসীর মাধ্যমে মিমাংসা হয়। এরই জের ধরে চার পাঁচ মাস যাওয়ার পর গত বৃহস্পতিবার বিকালে আমার ভাই আমিরুলকে ডিস বিল দেওয়ার কথা বলে ডেকে নিয়ে যায়। সেখানে নুরনবী, আব্দুল্লাহ, কাউছার, হৃদয়, শাকিল শাজাহান মাষ্টারসহ পাঁচ, ছয়জন মিলে গাছের সাথে বেঁধে আমার ভাইকে চেন, হাতুরি ও রড দিয়ে প্রায় এক ঘন্টা ধরে মারধর করতে থাকে। এতে তার দু হাত দু পা হাটুর নিচ থেকে চুরমার হয়ে যায়। এবং শরীরের বিভিন্ন অংশে গুরুত্বর আঘাত পায়।
পরে আমার ভাইয়ের আর্ত চিৎকারে লোকজন এগিয়ে এসে গাছ থেকে দড়ি খুলে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তিনি আরো জানান আমার ভাইয়ের দু হাত দু পার অবস্থা খুবই খারাপ। আমি এর সঠিক বিচার চাই যারা আমার ভাই আমিরুলকে হত্যার উদ্দেশ্য নিমর্ম ভাবে আঘাত করছে। এ বিষয়ে মামলা দায়ের প্রস্তুতি চলছে।
এ বিষয়ে নুরনবীর কাছে জানতে চাইলে,তিনি বলেন আমার বাড়িতে লোকজন নিয়ে হামলা করতে এসে ছিলো আমিরুল। ধাকাধাকি করতে গিয়ে হয়তো আঘাত পেয়েছে।