শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:২৪ অপরাহ্ন

দুঃসময়ে নগদ অর্থ দিয়ে অসহায় মানুষের পাশে দাড়ালো হাজী সেলিম ফাউন্ডেশন।

জালাল উদ্দিন, নিজেস্ব প্রতিবেদকঃ / ১৯২ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ২৩ জানুয়ারী, ২০২৪

নিজস্ব প্রতিবেদক,জালাল উদ্দিন। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আবারো প্রমাণ করলেন, ঘন কুয়াশা হিমেল হাওয়ায় কনকনে ঠান্ডা এই দুঃসময়ে অসহায় মানুষের কথা বুলেননি ছুটে এসেছেন এক হাজার দরিদ্র মানুষের কাছে অর্থিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে মানুষের পাশে হাজী সেলিম ফাউন্ডেশন। সোমবার ২২ জানুয়ারি ২০২৪ইং, শ্রীমঙ্গল উপজেলার ভুনবীর ইউনিয়নের সাতগাঁও চৌমুহনীতে এই নগদ অর্থ সহায়তা করেছে হাজী সেলিম ফাউন্ডেশন।
আর্থিক অর্থ সহায়তা অনুষ্ঠানে, প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নিজ হাতে গরীব অসহায় দরিদ্র এক হাজার পরিবারের মাঝে নগদ অর্থ দিয়ে আর্থিক সহায়তা প্রদান করেছেন ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক হাজী মোঃ সেলিম আহমেদ।
এ সময় ফাউন্ডেশনের চেয়ারম্যান বিশিষ্ট সমাজসেবক হাজী সেলিম বলেন, আমার জন্য আপনার সবাই দোয়া করিবেন, আমি আজ আবার আমার কর্মস্থল প্রবাসে চলে যাবো।
তিনি আরও বলেন, কিছুদিন আগে দেশে এসেছিলাম এলাকায় একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা জন্য। এখন সপরিবারসহ আরব কাতারে কর্মস্থলে চলে যাচ্ছি।
এ দিকে, হাজী সেলিম ফাউন্ডেশনের সদস্যরা বলেন, হাজী সেলিম একজন প্রবাসী। তিনি কিছুদিন আগে দেশে এসেছিলেন এলাকায় একটি মাদ্রাসার ভিত্তিপ্রস্তর স্থাপন করা জন্য।
এ আগে তিনি এলাকায় মসজিদ, মাদরাসা, এতিমখানা, স্কুল, কলেজ ও দরিদ্র মানুষকে নানান ভাবে সহায়তা করেছে।
এছাড়াও এলাকার বাইরেও সমাজের প্রান্তীক, অসহায় দরিদ্র শারীরিক ও মানসিক প্রতিবন্ধী মানুষের জীবনমান উন্নয়নে গৃহনির্মান, আর্থিক অনুদান ও আত্মনির্ভরশীল এবং গরীব অসহায় দরিদ্র মানুষের জন্য সর্মপন করেছেন হাজী সেলিম ফাউন্ডেশন।
তারা আরও বলেন, আজ তিনি আবার তার কর্মস্থল প্রবাসে ফিরে যাবার প্রাক্কালে এক হাজার দরিদ্র পরিবারকে নগদ অর্থ সহায়তা দিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর