বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃ
রাজশাহীর বাঘায় দূর্ঘটনা থেকে প্রাণে বেঁচে গেছেন হরিয়ান চিনিকলের (রাচিক)দুই কর্মকর্তা। সোমবার (২৫ ডিসেম্বর) দুপুরে বাঘা-লালপুর পদ্মা নদীর বাঁধের উপর সড়ক দিয়ে শিমুলতলা আখ ক্রয় কেন্দ্রে যাওয়ার পথে খায়েরহাট পশ্চিমপাড়া নামক স্থানে এই ঘটনা ঘটে। রাচিকের জীফ গাড়ীর সাথে ব্যাটারি চালিত উলকার মুখোমুখি ধাক্কা লাগে। এতে রাসিকের সিপিও নজরুল ইসলাম ও আরেক কর্মকর্তা ইসমাইল হোসেন আহত হয়েছে। তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
ব্যটারি চালিত উলকার চালক পুঠিয়ার মাসুম আলী বলেন, পদ্মা নদীর বাঁধের উপর সড়কটি হওয়ায় জীফ গাড়িতে সাইড দিতে গিয়ে ধাক্কা লাগে। এতে উলকা গাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। আমিও কিছুটা আহত হয়েছি।
এ বিষয়ে ( রাজশাহী হরিয়ান চিনিরকলের (রাচিক) জীফ গাড়ির চালক মোবারক হোসেন জানান, রাচিককের দুই কর্মকর্তাকে নিয়ে বাঘা উপজেলার গড়গড়ি ইউনিয়নের শিমুলতলা আখক্রয় কেন্দ্রে যাওয়ার পথে ব্যাটারি চালিত উলকা সরাসরি ধাক্কা দেয় জীফ গাড়িতে। এতে জীফগাড়ির সামনের গ্লাস ভেঙ্গে গেলেও প্রাণে বেঁচে গেছেন দুই কর্মকর্তা। তারা সামান্য আহত হয়েছে।
Post Views: 111