মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৩৯ পূর্বাহ্ন

উল্লাপাড়ায় বিয়ের দবিতে প্রেমীকের বাড়িতে প্রেমিকার অনশন-ভোরের কণ্ঠ।

মোঃ আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জ প্রতিনিধি / ৫৭৬ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : মঙ্গলবার, ৩০ মার্চ, ২০২১

সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিয়ের দাবিতে প্রেমিকার বাড়িতে প্রেমিকার অনশন। বিয়ে না হলে আত্মহত্যার হুমকি দিয়েছেন অনশনরত প্রেমিকা। এ সময় ওই প্রেমিকা অভিযোগ করে বলেন প্রেমের প্রলোভন দেখিয়ে বিভিন্নস্থানে নিয়ে গিয়ে একাধিকবার ধর্ষণ করছে প্রেমিক মাহফুজ।

প্রতারক মাহফুজ উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামের আব্দুল আজিজ মাষ্টারের ছেলে। অনশনরত প্রেমিকা একই এলাকার উনুৃঁখা গ্রামের মেয়ে।

প্রতারিত প্রেমিকা তার অভিযোগে আরোও বলেন দির্ঘদিন যাবত হলো প্রেমের সম্পর্ক গড়ে তুলে শারিরীক সম্পর্ক করে।সর্বস্ব হারিয়ে বিয়ের করার প্রস্তাব দেয়ার পর মাহফুজ আবলতাবল শুরু করে। আমার সাথে মাহফুজের প্রতারণার বিষয়টি বুঝতে পেরে অনশনের পথ বেছে নিয়েছে বলে জানান। বিয়ের দাবিতে তিনদিন হলো অনশন করছি। মাহফুজের পরিবার মেয়েটিকে বের করে দিয়ে ঘর তালাবদ্ধ করে পালিয়েছে। তার আত্মীয়স্বজন বিভিন্ন সময় এই বাড়ি থেকে চলে যাওয়ার জন্য হুমকি দিচ্ছেন। স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বর বিষয়টি জানার পরেও কোন পদক্ষেপ নেননি বলে অভিযোগ করেছে ভুক্তভোগী মেয়েটি। নানা প্রতিকুলতার পরিবেশ সৃষ্টি হয়েছে জেনে আত্মহত্যার পথ বেছে নিয়েছে।

ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের জালশুকা গ্রামে।

স্থানীয় সুত্রে জানা যায় মেয়েটি ৩ দিন যাবত মেয়েটি ঘরের দরজায় দিনরাত বসে আব্দুল আজিজ মাষ্টারের বাড়িতে অনশন করছে,যে কোন মুহূর্তে দুর্ঘটনা ঘটতে পারে।প্রশাসন জরুরি ভিত্তিতে ব্যবস্থা গ্রহন করা প্রয়োজন বলে মনে করেন তারা।

এব্যাপারে রামকৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম হিরো জানান, অনশনের বিষয়টি শুনেছি। উচ্চ আদালতে মামলা থাকার কারনে কোন সুরাহা করতে পারছি না।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাদের জিলানী জানান,বিষয়টি আমার জানা নেই। তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর