নিজস্ব প্রতিবেদক, জালাল উদ্দিন। মৌলভীবাজারের কমলগঞ্জে সপ্তম শ্রেণির ১২ বছর বয়সি এক কিশোরীকে অপহরণ ও ধর্ষণ মামলার প্রধান আসামিকে চট্টগ্রামের কর্ণফুলী থেকে গ্রেপ্তার করেছে র্যাব। গত রবিবার রাতে কর্ণফুলীর বন্দর কাফকো সেন্টার এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃত, আলাল মিয়া (১৯) মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার দক্ষিণ গুলের হাওর গ্রাম এলাকার ছাবুল মিয়ার ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আলাল মিয়া সপ্তম শ্রেণির (১২) কিশোরীকে স্কুলে আসা-যাওয়ার পথে প্রায়ই উত্ত্যক্ত করত। একপর্যায়ে গত ৭ সেপ্টেম্বর বিকেলে ওই কিশোরীকে তাদের বাড়ির সামনে থেকে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। অপহরণের পর ওই কিশোরীকে ধর্ষণ করে। একদিন পর ওই কিশোরীকে আলালের মামার বাড়ি থেকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে তার পরিবার। পরে তাকে জেলা ২৫০ শয্যা বিশিষ্ট মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়।
এদিকে ওই ঘটনায় অপহৃত কিশোরীর মা বাদী হয়ে গত ৭ অক্টোবর কমলগঞ্জ থানায় আলাল মিয়াকে প্রধান আসামি করে একটি অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করলে, এরপর থেকে আলাল মিয়া আত্মগোপন করে। পরে আলাল চট্টগ্রামে অবস্থান করছে এমন তথ্যের ভিত্তিতে কর্ণফুলী থানার সেন্টার এলাকায় অভিযান চালিয়ে গত রবিবার রাতে সেখান থেকে তাঁকে গ্রেপ্তার করে র্যাব।
কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, র্যাব-৭ এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (গণমাধ্যম) মোঃ নুরুল আবছার আমাদের জানিয়েছেন, অভিযান চালিয়ে আলাল মিয়াকে গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আলাল মিয়া ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তাই তাঁকে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য কমলগঞ্জ থানায় হস্তান্তর করেন।
Post Views: 171