নাহিদ মিয়া মাধবপুর হবিগঞ্জ প্রতিনিধি।
হবিগঞ্জের মাধবপুরে অবাধে কৃষিজমিতে মাটি উত্তোলনের অপরাধে এক ব্যক্তিকে বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ৫০ হাজার টাকা জরিমানা এবং দু ব্যাক্তিকে ৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৪ ই নভেম্বর ) বিকালে উপজেলার বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মনজুর আহসান ও সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব গোপন সংবাদের ভিত্তিতে ভ্রামামাণ আদালতের অভিযান চালিয়ে এ দণ্ড প্রদান করেন। দণ্ডপ্রাপ্তরা হলেন বাঘাসুরা ইউনিয়নের কালিকাপুর( গঙ্গানগর) গ্রামের লিচু মিয়ার পুত্র শিবলু মিয়া(৪২), আশুগঞ্জ এর হৃদয় মিয়া(৩৫) এবং কল্টু মিয়া নামে একজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।ভ্রামামাণ আদালতের মাধবপুর থানা পুলিশ সহযোগিতা করেন। পরে দন্ডপাপ্তদের মাধবপুর থানা সোপর্দ করা হয়। সহকারি কমিশনার (ভূমি) রাহাত বিন কুতুব ঘটনা নিশ্চিত করেছেন।
Post Views: 293