বাঘা (রাজশাহী) প্রতিনিধি
রাজশাহীর বাঘায় ডেঙ্গ জ্বরে আক্রান্ত হয়ে সাইফ হোসেন (১৪) নামের এক স্কুল ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার (২১ অক্টোবর) রাত ৮ টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার । সাইফ হোসেন উপজেলার পাকুড়িয়া ইউনিয়নের গৌরাঙ্গপুর গ্রামের সাহাদুল ইসলামের ছেলে ও কাদিরপুর উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
সাইফ হোসেনের পিতা সাহাদুল ইসলাম বলেন, কিছুদিন আগে গায়ে জ্বর অনুভাব করছিল। ডেঙ্গু হতে পারে এমন ভেবে ছেলেকে প্রথমে দুইদিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়। সেখানে তার ডেঙ্গু (এনএসআই) পরীক্ষা করেডেঙ্গু শনাক্ত হয়। পরে তার শারিরীক অবস্থা অবস্থার অবনতি দেখে শুক্রবার(২০ অক্টোবর) রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত ৮টায় মারা যান। তার মা সমেনা বেগম দুই বছর আগে সড়ক দূর্ঘটনায় মারা গেছেন।
এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশাদুজ্জামান আসাদ জানান, সাইফ হোসেন নামের এক স্কুল পড়ুয়া ছাত্রের মৃত্যু হয়েছে বলে শুনেছি।
অপদিকে উপজেলার মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামের খাদিজা সরকার মুক্তা(১৯) নামের এক গৃহবধু ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে। বুধবার(১৮ অক্টোবর) সকালে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
তিনি ১৬ অক্টোবর ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মৃত্যুর বিষয়ে নিশ্চিত করেন তার স্বামী আসিক
সরকার।
Post Views: 154