ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানার ঘুরনগাছ এলাকায় একটি বাঁশঝাড় থেকে রিফাত ইসলাম (২০) নামে এক অটো চালকের গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
নিহত রিফাত ইসলাম ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া এলাকার নুর আলম এর ছেলে।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে স্থানীয়রা মরদেহ দেখতে পেয়ে ৯৯৯ এ কল দিলে লাশ উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ।
লাশ উদ্ধারের কিছুক্ষণ পরে নিহতের স্ত্রী আশা মনি ঘটনাস্থলে আসেন। নিহতের স্ত্রী জানান, রিফাত দীর্ঘদিন থেকেই এই অটোটি ভাড়ায় চালান।
স্থানীয়রা বলেন, ভোরে চাষাবাদের কাজে বের হলে ধানক্ষেত থেকে গলিত লাশের গন্ধ আসছিল। গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাঁশবনের পাশের ধানক্ষেত থেকে কিশোর বয়সি একজনের লাশ দেখতে পাই। ছেলেটিকে আমরা কেউ চিনি না। তাই দ্রুত ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে বিষয়টা জানালে তারা এসে লাশ উদ্ধার করে।
রুহিয়া থানার অফিসার ইনচার্জ সোহেল রানা জানান, স্থানীয় লোকজন একটি মরদেহ দেখতে পেয়ে থানায় ফোন দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। ধারণা করা হচ্ছে অটোটিকে ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে।
লাশ ঠাকুরগাঁও হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং অটোটি উদ্ধার ও হত্যাকরীকে আটকের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
Post Views: 144