শনিবার (২২ জুলাই) রাত সাড়ে বারোটার সময় মাটিরাঙ্গা পৌরসভার ৮নং ওয়ার্ডে তার নিজ বাড়িতে অবস্থান করছিলেন। তার অবস্থান বুঝতে পেরে অভিযান পরিচালনা করে তাকে আটক করেছেন বলে জানিয়েছে পুলিশ ।
পুলিশ জানায়, গত ১৮ জুলাই ২০২৩ইং তারিখে খাগড়াছড়িতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ ও বিএনপির পথযাত্রায় সংঘর্ষের ঘটনায় খাগড়াছড়ি সদর থানার দায়েরকৃত মামলায় এজাহারভুক্ত আসামি মো: নাসির আহাম্মদ চৌধুরীকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারের বিষয়টি মাটিরাঙ্গা থানর অফিসার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকারিয়া জানান, খাগড়াছড়ি সদর থানা মামলার এজাহারভুক্ত আসামী নাসির আহাম্মদ চৌধুরীকে আটকে সহযোগিতার অনুরোধে মাটিরাঙ্গা থানা সহযোগিতা করেছে।