শিরোনাম
গাঁজায় গণহত্যার প্রতিবাদে লক্ষ্মীপুরে হরতাল-বিক্ষোভ। গাঁজায় চলম ধ্বংসষজ্ঞ ও প্রানহানীর প্রতিবাদে ডিমলায় বিক্ষোভ। গাঁজায় ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে মাধবপুরে বিক্ষোভ মিছিল। ফিলিস্তিনে ইসরায়েলের হামলার প্রতিবাদে কালিয়াকৈরে বিক্ষোভ মিছিল। ইহুদীদের সাথে হযরত মুহাম্মদ (স.) জামাকে তুলনা করায় মৌলভীবাজারে প্রতিবাদ। কালিয়াকৈর চাপাইর তুরাগ নদীতে বৃদ্ধের লাশ উদ্ধার। উল্লাপাড়ায় শ্রমিক লীগ নেতার বিরুদ্ধে গৃহবধূকে ধর্ষণের চেষ্টা অভিযোগ। উল্লাপাড়ায় গৃহবধূকে পিটিয়ে হত্যার অভিযোগ। মাধবপুরে গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোহাম্মদ আলী গ্রেপ্তার। ঈদুল ফিতর ঈদ আনন্দ শেষে ঢাকা মুখি গ্রামে আসা কর্মচারী ও কর্মকর্তাবৃন্দ।
মঙ্গলবার, ০৮ এপ্রিল ২০২৫, ০২:০৭ পূর্বাহ্ন

সুনামগঞ্জে শল্লায় হিন্দুদের বাড়িঘর ভাংচুরের প্রতিবাদে ফুলবাড়ীতে মানববন্ধন ও বিক্ষোভ।

মোঃ মেহেদী হাসান উজ্জ্বল ফুলবাড়ি(দিনাজপুর)প্রতিনিধি / ৫৩৪ বার পড়া হয়েছে
প্রকাশের তারিখ ও সময় : মঙ্গলবার, ২৩ মার্চ, ২০২১

সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ীঘর ভাংচুর,লুটপাটসহ সাম্প্রদায়িক হামলার প্রতিবাদে দোষীদের গ্রেফতারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন হিন্দু ধর্মাবলম্বীরা ।

বাংলাদেশ পূজাঁ উদর্যাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র যৌথ উদ্যোগে মঙ্গলবার (২৩শে মার্চ) সকাল সাড়ে ১১টায় ফুলবাড়ী প্রেসক্লাবের সামনে সড়কে দাড়ীয়ে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেন তারা। এর আগে সকাল সাড়ে ১০টায় পৌর শহরে একটি বিক্ষোভ মিছিল বের করেন আন্দোলনকারীরা।

মানবন্ধনে বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজাঁ উদর্যাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র আহব্বায়ক আনন্দ কুমার গুপ্তা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র আহব্বায়ক জয়রাম প্রসাদ, পূজাঁ উদর্যাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখা’র সদস্য সচিব ধিমান চন্দ্র সাহা, হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের অন্যতম সদস্য অনিল চন্দ্র সরকার,রুমি বালা,প্রার্থনা রানী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন,আমাদের এই স্বাধীন বাংলাদেশ রক্ত দিয়ে কেনা,আজ সেই দেশে যেভাবে হিন্দু ধর্মাবলম্বীদের ওপর হামলা ও নির্যাতন করা হচ্ছে তা কারও কাম্য নয়। এ ধরণের সহিংসতা মেনে নেওয়া যায় না। আমরা সংখ্যালঘুরা আজ নিজেদের বাড়িঘর এবং প্রাণ রক্ষায় রাস্তায় নেমেছি। তারা বলেন, সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়ীঘর ভাংচুর,লুটপাটসহ সাম্প্রদায়িক হামলা করা হয়েছে, এর তিব্র প্রতিবাদ জানাই এবং সেই সাথে অপরাধীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর