শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:২৭ অপরাহ্ন

শ্রীমঙ্গলে পাগলা কুকুর-শেয়ালের কামড়ে শিশুসহ ২০ জন আহত।

মোঃ জালাল উদ্দীন, স্টাফ রিপোর্টার / ২৪১ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : সোমবার, ২৬ জুন, ২০২৩

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন জায়গায় পাগলা কুকুর ও শেয়ালের কামড়ে ২০ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে। কুকুর ও শেয়ালের কামড়ে আহতরা শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন বলে জানা যায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, রবিবার ২৫ জুন ২০২৩ ইং, সকাল থেকে রাত ১১টা পর্যন্ত শ্রীমঙ্গল উপজেলার বিভিন্ন স্থানে পাগলা কুকুর ও শেয়ালের কামড়ে আহত হয়ে শিশুসহ ২০ জন নারী পুরুষ হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পাগলা কুকুর ও শেয়ালের কামড়ে আহতরা হলেন, শ্রীমঙ্গল পৌর শহরের মিশন রোডের মোঃ আনোয়ার মিয়া (১৭), মোঃ আব্দুর রেজা (৫০), মোঃ আলামিন (৯), শহরতলীর জেটি রোডের পিউ রানী দেবনাথ (২১), মাস্টার পাড়ার অর্পিতা দেব (১৩), অমিত সাহা (৫৫), অঞ্জন দেব (৪৮), আরতী সাহা (৭২), বঙ্গবীর রোডের রাজু দেব পাল (৩৯), শাপলাবাগের আনিক (৯), কালিঘাট রোডের মোঃ রুমেন আহমদ (৫), মোঃ আনিক আহমদ (৯), শাহিবাগ আবাসিক এলাকার রিপু আক্তার (৬), শান্তিবাগ আবাসিক এলাকার মোঃ আব্দুস সালাম (২৭), মীম আক্তার (৪), লালবাগ এলাকার মোঃ মুজিব মিয়া (৪৫), উত্তর ভাড়াউড়ার অঞ্জন সরকার (৩৫), শাহীবাগ এলাকার মোঃ হারুনুর রশিদ (৩৭), সাতগাঁও ইউনিয়নের গোলাপপুর এলাকার জেহিল (১১)।চিকিৎসা নেওয়া আহতরা বলেন, বাড়ি রাস্তা ও পাড়া মহল্লা দিয়ে হেঁটে যাওয়ার সময় হঠাৎ করে কুকুর কামড় দেয়। ওই কুকুরের মুখ দিয়ে লালা ঝরছিল।
সোমবার ২৬ জুন ২০২৩ ইং, সকালে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য কর্মকর্তা (টিএইচও) ডা. মোঃ সাজ্জাদ হোসেন চৌধুরী বলেন, একজন শেয়ালের কামড়ে আহত বাকি ১৯ জন কুকুরের কামড়ে আহত হয়ে চিকিৎসা নিয়েছেন। আমরা আহত প্রত্যেককে বিনামূল্যে জলাতঙ্ক রোধে প্রতিষেধক টিকা দিয়েছি বলে তিনি জানান।তিনি আরও বলেন, হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে প্রতিষেধক মজুদ আছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর