প্রেমের টানে বাংলাদেশের প্রেমিক মোঃ জুয়েল সরকার(২৪) বাড়িতে চলে এসেছে ভারত(পর্শ্চিমবঙ্গের) হাওড়া জেলার দশনগর থানার ধারসা ছোট মল্লিক পাড়া গ্রামের মোছাঃ নাইসা মল্লিক(২৬) নামের এক তরুণী। সে খাইরুল আলম মল্লিকের তৃতীয় কন্যা।
এমন ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার দূর্গানগর ইউনিয়নের বালসাবাড়ি এলাকার দাঁদপুর গ্রামের ইরান আলীর বাড়িতে।
প্রেমিক ও প্রেমিকাকে এক নজর দেখার জন্য ভীর জমাচ্ছেন দূরদূরান্ত থেকে আসা উৎসক জনতা।পর্শ্চিমবঙ্গের নাইসার সাথে কথা বলে জানার চেস্টা করছে তাদের প্রেমের গোপন গল্পের কথা। জিজ্ঞাসা করলে শুনাচ্ছেন জুয়েল-নাইসার প্রেমের গোপন কাহিনী।
গত ১জুন বৃহস্পতিবার দেশের প্রচলিত আইন মেনে আদালতের মাধ্যমে জুয়েল ও রাইসার বিয়ের কাজ সম্পন্ন হয়।
নাইসার সাথে ফেসবুক মিডিয়ায় পরিচয় হয়।এর পর মোবাইলের ম্যাসেঞ্জার ও হোয়াটস অ্যাপে কথাবার্তা শুরু হয়। একপর্যায় তার সাথে গড়ে ওঠে প্রেমের সম্পর্ক। আমার ফ্যামেলি ট্যাটার্স জানানোর পর সে আমাকে বিয়ে করার সিদ্ধান্ত গ্রহন করে।আমি মনেপ্রাণে নাইসাকে চেয়েছিলাম,তাকে বধূ হিসাবে কাছে পেয়ে আত্মতৃপ্তি পেয়েছি। দাম্পত্য জীবনে সুখী হতে চায় এমন প্রত্যাশায় মিডিয়ার মাধ্যমে সকলের দোয়া প্রার্থনা করেন তারা। এভাবেই জুয়েল তার দীর্ঘ দেড় বছরের আংশিক প্রেম ও ভালোবাসার গল্প শুনালেন। কোর্টের মাধ্যমে বিয়ের পর সামাজিক ভাবে অনুষ্ঠান করেছি।
প্রেমিক জুয়েল বয়সে আমার ছোট হলেও পছন্দের মানুষকে বিয়ে করতে পেরে নিজেকে সুখী মনে করছি।আমাদের প্রেমের সম্পর্ক আমার পরিবার মেনে নেয়নি।ভালোবাসার টানে বিয়ে করবো এমন সিদ্ধান্ত নেওয়ার পর পাসপোর্ট ও ভিসা পেয়ে নিজের দেশ ভারত ত্যাগ করে বাংলাদেশে এসেছি।এ দেশের আইন অনুযায়ী জুয়েলের সাথে আমার বিয়ে হয়েছে। বাংলাদেশ ও স্বামীর বাড়ির পরিবেশ আমার ভালো লেগেছে। স্বামী,শ্বশুর শ্বাশুড়ি ও পরিবারের সাথে নিজেকে মানিয়ে নিয়ে জীবন সংসার শুরু করেছি।জীবন যৌবন উৎসর্গ করে একজন গৃহিণী হওয়ার স্বপ্ন দেখছি।
আইনজীবী গোলাম মোহাম্মদ জানান গত বৃহস্পতিবার সন্ধ্যার দিকে সিরাজগঞ্জ আদালতে সকল ফর্মালেটি মেইনটেইন করেই জুয়েল নাইসা দাম্পত্যর বিয়ে সম্পন্ন হয়েছে। নাইসা(২৬) ভারতের পর্শ্চিমবঙ্গ হাওড়া জেলার দশনগড় থানার ধারসা ছোট মল্লিক পাড়া গ্রামের খাইরুল আলম মল্লিকের মেয়ে, জুয়েল সরকার(২৪)বাংলাদেশের সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার বালসাবাড়ি(দাঁদপুর) গ্রামের ইরান আলীর ছেলে।