রবিবার, ২০ এপ্রিল ২০২৫, ০৫:২৭ পূর্বাহ্ন

রামপাল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নতুন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের পরিচিত সভা।

মোঃ মল্লিক জামান,রামপাল(বাগেরহাট)প্রতিনিধিঃ / ১১৩ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ৩ জুন, ২০২৩

বাগেরহাট জেলার রামপালে  রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষিকা, কর্মচারী ও ম্যানেজিং কমিটির সাথে নব-নিযুক্ত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা শামীম আরা খানম এর পরিচিত সভা অনুষ্ঠিত হয়েছে। ১ জুন বৃহস্পতিবার বেলা ১২ টায় বিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন রামপাল পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের নব-নিযুক্ত (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা শামীম আরা খানম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ম্যানেজিং কমিটির অবিভাবক সদস্য  শেখ জাকির হোসেন, এস এম মহিতুর রহমান, আওরঙ্গজেব ছোট, দাতা সদস্য নারায়ণ মন্ডল, বিদ্যালয়ের শিক্ষক মোঃ হাদী উজ্জামান, সন্ধা রানী মন্ডল, শিপ্রা বিশ্বাস, তামিম হাসান, মিঠুন দাস, যুগল বিশ্বাস, রেহানা  বেগম, সাকুর শেখ প্রমুখ। এছাড়াও বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন।
সভাপতির বক্তব্যে ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ রবিউল ইসলাম বিদ্যালয়ের শিক্ষার মান ও সার্বিক উন্নয়নে একযোগে কাজ করার ও নব নিযুক্ত  (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকাকে সহযোগীতা করার জন্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী ও ম্যানেজিং কমিটির সদস্যদের প্রতি উদাত্ত আহবান জানান। উল্লেখ্য গত ৩১ মে ম্যানেজিং কমিটির সভায় শামীম আরা খানমকে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষিকা হিসাবে দায়িত্ব প্রদান করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর