বাগেরহাটের রামপালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন করেছে রামপাল উপজেলা প্রশাসন।
২৮ মে রবিবার সকাল ১১.০০ টায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করা হয়। র্যালীত্তর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আলোচনা সভা, চিত্রাঙ্কন ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন’র সভাপতিত্বে ও প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ’র সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ হোসনেয়ারা মিলি, উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস, উপজেলা কৃষি কর্মকর্তা অলিউল ইসলাম, উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জিয়াউল হক, উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান, প্রভাষক শেখ শাহ নেওয়াজ প্রমুখ।
বঙ্গবন্ধুর শান্তি পদক ‘জুলিও কুরি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা তাদের বক্তব্যে বলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মানুষের ন্যায্য অধিকার আদায়ে আজীবন সংগ্রাম করে গেছেন। তিনি বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করেছেন। তার এই কর্মের স্বীকৃতি হিসেবে ১৯৭৩ সালের ২৩ মে বিশ্ব শান্তি পরিষদ বঙ্গবন্ধুকে ‘জুলিও কুরি’ শান্তি পদক প্রদান করে। এটি ছিল বাংলাদেশের জন্য প্রথম আন্তর্জাতিক স্বীকৃতি।
অনুষ্ঠান শেষে বিভিন্ন ইভেন্টে এ অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।