বাগেরহাটের রামপালে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে স্বল্প আয়ের মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি এবং বিভিন্ন মসজিদ ও মাদ্রাসায় পবিত্র কুরআন শরিফ বিতরণ করা হয়েছে।বন, পরিবেশ ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় উপমন্ত্রী বেগম হাবিবুন নাহার এ উপহার সামগ্রী বিতরণ করেন।
১৯ এপ্রিল বুধবার সকাল ৮.০০ টায় তিনি উপজেলার গৌরম্ভা ইউনিয়নে এ ঈদ উপহার বিতরণ শুরু করেন। পরবর্তীতে তিনি পর্যায়ক্রমে রাজনগর, হুড়কা, রামপাল সদর, উজলকুড়, পেড়িখালী, বাঁশতলী ও বাইনতলা ইউনিয়নে স্বল্প আয়ের মানুষের মধ্যে এ ঈদ উপহার বিতরণ করেন।
এসময় তার সাথে ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ নূরুল হক লিপন, রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাফিজুর রহমান।
উপহার সামগ্রী বিতরণ কালে প্রত্যেক ইউনিয়ন আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও সুধীজন উপস্থিত ছিলেন।