বছর ঘুরে আবার দরজায় হাজির হয়েছে পহেলা বৈশাখ। ঋতুরাজ বসন্তের উদাস হাওয়া বৈশাখের ঝড়ো হাওয়াকে স্বাগত জানিয়েছে। ‘এসো হে বৈশাখ,এসো এসো।’এই স্লোগান নিয়ে বাগেরহাটের রামপালে যথাযোগ্য মর্যাদায় বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ ‘১ লা বৈশাখ-১৪৩০’উদযাপন করা হয়েছে।
বাংলা নববর্ষ ১৪৩০’জাঁকজমকপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে উপজেলা প্রশাসন ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।
১৪ এপ্রিল শুক্রবার সকাল ৯.৩০ টায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সম্মিলিত কন্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয় তারপর সম্মিলিত কন্ঠে পহেলা বৈশাখের গান পরিবেশ করা হয় এরপর উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা কর্মচারী,বিভিন্ন এনজিও প্রতিনিধিবৃন্দ, উপজেলা ফায়ার স্টেশনের সদস্যবৃন্দ,আনসার বাহিনীর সদস্যবৃন্দ ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে র্যালী বের করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজিবুল আলম’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রামপাল উপজেলা পরিষদের চেয়ারম্যান সেখ মোয়াজ্জেম হোসেন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) শেখ সালাউদ্দিন দিপু,রামপাল থানার ওসি মোঃ সামসুদ্দীন , রামপাল থানার ওসি(তদন্ত) রাধেশ্যাম সরকার,উপজেলা কৃষি কর্মকর্তা কৃষ্ণা রাণী মন্ডল,উপজেলা মৎস্য কর্মকর্তা অঞ্জন বিশ্বাস,ডা.স্বাগত দেবনাথ, উপজেলা প্রকৌশলী গোলজার হোসেন,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ মতিউর রহমান,উপজেলা সমাজসেবা অফিসার মোঃ শাহিনুর রহমান,উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ শেফা,সরকারি রামপাল কলেজের প্রভাষক মোঃ মোস্তফা কামাল পলাশ,শেখ শাহ নেওয়াজসহ বিভিন্ন সুধীজন উপস্থিত ছিলেন।
Post Views: 104