নীলফামারীর ডিমলায় প্রানিসম্পদ প্রদর্শনী মেলার উদ্ভোধন করা হয়েছে। উপজেলা প্রানিসম্পদ দপ্তর ও ভেটেনারি হাসপাতালের আয়োজনে প্রানিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) অর্সথায়ন ও সহযোগিতায় ২৫ ফেব্রুয়ারী (শনিবার) সকালে ডিমলা উপজেলা পরিষদ মাঠে দিনব্যাপি প্রানিসম্পদ মেলা উদ্বোধন করা হয়।
মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দীন সরকার এমপি, গেস্ট অব অনার ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে মেলায় স্বাগত বক্তব্য দেন ডাঃ মদন কুমার রায়, উপজেলা প্রানিসম্পদ কর্মকর্তা,ডিমলা,নীলফামারী। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, মহিলা ভাইচ চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, ডিমলা থানার অফিসার ইনচার্জ মোঃ লাইছুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) বিশ্বদেব রায়, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ আনোয়ারুল হক সরকার মিন্টু, উপজেলা প্রানিসম্পদ সম্প্রসারনের কর্মকর্তা কর্মচারীগনসহ এল,এস,পি বাদশা সেকেন্দার ভুট্টু। মেলায় বিভিন্ন খামারীদের ৪২ টি স্টল অংশগ্রহন করে। সমাপনী অনুষ্ঠানে খামারীদের মাঝে ৬ টি ক্যাটগরিতে ১ম,২য় ও ৩য়দের পুরস্কার বিতরন করা হয়।