মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ১১:০৩ পূর্বাহ্ন

ডিমলায় ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন-আফতাব উদ্দিন এমপি।

মোঃ হাবিবুল হাসান,ডিমলা(নীলফামারি)প্রতিনিধিঃ / ১৭৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বুধবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৩

নীলফামারীর ডিমলায় ডিমলায় ৬ কোটি টাকা ব্যায়ে ব্রীজ নির্মাণ কাজের ভিত্তি প্রস্তুর স্থাপন করলেন স্থানীয় সাংসদ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার।

প্রোগ্রাম ফর সার্পোটিং রুরাল ব্রীজেস শীর্ষক প্রকল্পের আওতায় প্রায় ৬ কোটি টাকা ব্যায়ে ৬০.০৬ মিটার লম্বা আর সিসি গার্ডার ব্রীজ বাবুরহাট জিসি (সরদারহাট) হইতে জলঢাকা ডালিয়া আর এন্ড এইচ (তালতলা) ভায়া নাউতারা বাজার রাস্তায় ৩৫৭৪ চেইনেজ মিটার ব্রীজের ভিত্তি প্রস্তুর নির্মাণ কাজ বুধবার (২২-ফেব্রুয়ারী) দুপুরে উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের আয়োজনে ডিমলা-নাউতারা সড়কের পাশে ঠুটারডাঙ্গায় এ কাজের উদ্বোধন অনুষ্ঠিত হয়।

উদ্ভোধন অনুষ্ঠানে ডিমলা সদর ইউনিয়নের স্থানীয় বাসিন্দা আব্দুল জলিলের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন , নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আফতাব উদ্দিন সরকার৷

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তবিবুল ইসলাম, ভাইস চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা প্রকৌশলী শফিউল ইসলাম, নাউতারা ইউপি চেয়ারম্যান আশিক ইমতিয়াজ মোরশেদ মনি, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আনোয়ারুল হক সরকার মিন্টু। এসময় ঠিকাদারী প্রতিষ্ঠানের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর