সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বিকাশ ও ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং ব্যবসায়ির পায়ে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তোরা।
উপজেলার পৌর শহরের চৌকিদহু ব্রিজের ঢাকা নগরবাড়ি মহাসড়ক মেসার্স আর,এম,এস এলপিজি অটো গ্যাস ফিলিং কনভার্শন সেন্টারের সামনে ওত পেতে থাকা ছিনতাই কারীরা দুটি মোটরসাইকেল যোগে এসে গাড়ির গতি রোধ করে গুলি করে ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। সরেজমিনে, গিয়ে প্রত্যক্ষদর্শীদের কাছে থেকে জানা যায়, মোঃ তারিকুল হক মোবারক সদর ইউনিয়নের ভেন্নাবাড়ী গ্রামের হাজী জহুরুল ইসলামের ছেলে। মোঃ তারিকুল হক( মোবারক) দীর্ঘদিন হলো বিকাশ ডাচ্ বাংলা এজেন্ট ব্যবসা করে আসছিল।
শুক্রবার সারাদিন বাজারের বিভিন্ন দোকান থেকে টাকা কালেকশন করে মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিলেন সন্ধ্যা সারে ৭ ঘটিকার সময় উল্লাপাড়া মেসার্স আর,এম,এস এলপিজি অটো গ্যাস ফিলিং কনভার্শন সেন্টারের সামনে এলে ছিনতাইকারীরা মোটরসাইকেলের গতিরোধ করে তারিকুল হক মোবারককে গুলি করে তার কাছে থাকা ৫ লাখ টাকা ছিনতাই করে নিয়ে যায়। ঘটনাস্হল থেকে মোঃ তারিকুল হক মোবারককে উদ্ধার করে সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে। তবে তিনি এখন আশংকা মুক্ত বলে জানিয়েছেন তার ভাই মাহমুদুল হাসান।
প্রত্যক্ষদর্শী সুমন হোসেন জানান গুলির শব্দ শুনে আমরা এগিয়ে এসে দেখি ছিনতাইকারীর তারিকুল হকের পায়ে গুলি করেছে রক্ত ঝরছে। ভুক্তভোগী তারিকুল হকের সঙ্গে কথা তিনি বলেন, আমি আাগে বিকাশ ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিং চাকুরী করতাম। এখন আমি নিজে ব্যবসা করি। টাকা পয়সা নিয়ে চলাচল তো আজকে নতুন কিছু নয়।এরকম ঘটনা তো এর আগে ঘটেনি। আজকে সারাদিন বাজারে থেকে প্রায়( ৫.৫০.০০০) হাজার টাকা কালেকশন করে বাড়ি ফিরছিলাম হঠাৎ দুটি মোটরসাইকেল আমার মোটরসাইকেল গতিরোধ করে ৪ জন আমাকে কিল-ঘুষি মারতে থাকে এবং বলে যা-কিছু আছে দিয়ে দে নইলে গুলি করে দিব টাকা দিতে না চাইলে ধস্তাধস্তির একপর্যায়ে আমার পায়ে গুলি করে টাকা ছিনতাই করে নিয়ে যায়। দুটি মোটরসাইকেল যোগে ৬ জন লোক ছিল বলে তিনি জানান। তার চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে চিকিৎসার জন্য প্রথমে শ্রীকোলা মোড়ে অবস্থিত ইসলামিয়া হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে প্রেরন করা হয়েছে।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নজরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।তিনি এ ব্যাপারে গণমাধ্যমকে বলেন এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।