সিরাজগঞ্জের তাড়াশে শীতের শুরম্নতেই ঝুড়ি তৈরী করতে ফেরিওয়ালার ব্যস্ত্মতা বেড়েছে। ১৮ নভেম্বর শুক্রবার সকালে উপজেলার পৌর সভার সদরের পশ্চিম পাড়ায় ঝুড়ি তৈরী করতে ফেরিওয়ালা সোলায়মান হোসেনকে এমনটাই দেখা গেছে। সোলায়মান হোসেনের বাড়ী সলঙ্গা থানার হরিণচড়া গ্রামে। তিনি মেশিনের সাহায়ে্য বাড়ী বাড়ী গিয়ে ফেরি করে চাউল দিয়ে ঝুড়ি তৈরী করে দিচ্ছেন। ওই পাড়ার ছেলে ও মেয়েরা নিজ বাড়ী থেকে চাউল এনে ঝুড়ি বানিয়ে নিচ্ছেন। গরম গরম তৈরী ঝুড়ি খেতে ভালই মজাদার বলে ব্যক্ত করেছেন ঝুড়ির গ্রাহকরা।
এ ব্যাপারে ঝুড়ি তৈরী ফেরিওয়ালা সোলায়মান হোসেন বলেন, বাড়ী বাড়ী গিয়ে মচমচে ও গরম ঝুড়ি তৈরী করে দিতে চেষ্টা করছি। তিনি বলেন ১ কেজি চাউলের ঝুড়ি তৈরী করতে ৫ থেকে ৬ মিনিট সময় লাগে। কেজি প্রতি ৪০ টাকা করে মুজুরী নেই। এতে আমার ১ ঘন্টায় প্রায় ৪শ টাকা আয় হয়। খরচ বাদে ২শ থেকে ২শ৫০ টাকা থাকে। মোট কথা মানুষের দ্বারে দ্বারে সেবা দিতেই এই কাজ করছি।