বন্যাকান্দি আলিম মাদ্রাসায় জাতির জনক বঙ্গবন্ধুর শাহাদাৎ বার্ষিকী পালন।
সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার পঞ্চক্রোশী ইউনিয়নে অবস্থিত বন্যাকান্দি আলিম মাদ্রাসায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭ তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে সোমবার সকালে জাতীয় পাতাকা ও কালো পতাকা উত্তোলন,কালো ব্যাচ ধারণ,কেরাত,হামদ-নাত,কবিতা আবৃত্তি, উপস্থিত বক্তব্য,রচনা প্রতিযোগিতা,পুরস্কার বিতরণ,দোয়া ও মিলাদ মাহফিল,আলোচনাসভা, তাবারক বিতরণ সহ নানা কর্মসূচীর আয়োজন করা হয়। পরে বিজয়ীদের মাঝে পুরুষ্কার বিতরণ করা হয়।
জাতীয় শোক দিবস উপলক্ষে বন্যাকান্দি আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে ও মাওলানা শিক্ষক মোঃ আব্দুল আলিম এর সঞ্চলনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় জাতীয় শোক দিবসের তাৎপর্য তুলে ধরে এতে বক্তব্য রাখেন অত্র মাদ্রাসার সহকারি শিক্ষক মোঃ মাহমুদুল হাসান,আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ মাস্টার, বন্যাকান্দি এন এম উচ্চ বিদ্যালয়ের সাবেক সভাপতি মোঃ মতিয়ার রহমান মোল্লা,মোঃআব্দুল গফুর মন্টু,নির্বাহী কমিটির সদস্য মোঃ আজমল হক সরকার,নির্বাহী কমিটির সদস্য ও সাবেক ইউপি সদস্য মোঃ আব্দুল হামিদ,পঞ্চক্রোশী ইউনিয়ন সেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ রেজাউল করিম লিটন প্রমূখ। এ ছাড়া আওয়ামিলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন এবং উল্লাপাড়ার সামাজিক সংগঠন সমুহ জাতীয় শোক দিবস উপলক্ষে নানা কর্মসূচী পালন করে।