সিরাজগঞ্জের কাজিপুরে নানা কর্মসূচির মাধ্যমে যথাযোগ্য মর্যাদায় আর্ন্তজাতিক নারী দিবস পালিত হয়েছে। “করোনা কালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্বচ্ এই প্রতিপাদ্যকে সামনে রেখে ৮ মার্চ সোমবার সকালে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের যৌথ আয়োজনে এই দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত আলোচনা সভায় প্রধান অতিধি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ-১ আসনের সাংসদ র্প্রকৌশলী তানভীর শাকিল জয়।
তিনি বলেন ধর্মীয় কুসংস্কার ও সামাজিকতার অজুহাতে অচলায়তন ভেদ করে নারীরা এখন সামনে দিকে এগিয়ে যাচ্ছে, সকল ক্ষেত্রে নারীরা এখন ভুমিকা রাখছে, অধিকার আদায়ের যোগ্যতা অর্জন করতে হবে নারীদের। নারী-পুরুষের সম্বলিত প্রচেষ্ঠায় এগিয়ে যাবে বাংলাদেশ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী। উপজেলা নির্বাহী অফিসার জাহিদ হাসান সিদ্দিকীর সভাপতিত্বে ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার চিত্রারানী শাহার সঞ্চালনার বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন।
আরও উপস্থিত ছিলেন পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও প.প কর্মকর্তা ডাঃ মোমেনা পারভীন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শওকত হোসেন, উপজেলা তথ্য অফিসার মৌসুমি বসাকসহ অন্যান্য সরকারি কর্মকর্তাবৃন্দ ও শতাধিক কিশোরী ও নারী উদ্যোক্তা।