বগুড়ার নন্দীগ্রামে নানান আয়োজনে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। এই উপলক্ষে ৭্ই মার্চ নন্দীগ্রাম উপজেলা হল রুমে উপজেলা প্রসাশনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। নন্দীগ্রাম উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে এবং ইউআরসি ইন্সট্রাক্টর শাকিল আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মহন্ত, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম, কৃষি অফিসার আদনান বাবু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম, মুক্তিযোদ্ধা মোসলেম উদ্দিন প্রমূখ।
অপরদিকে বিকেল ৩টায় নন্দীগ্রাম থানা পুলিশের আয়োজনে থানা প্রাঙ্গনে ৭ই মার্চ উপলক্ষে কেক কর্তন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) কামরুল ইসলামের সভাপতিত্বে এবং এসআই বিকাস এর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নন্দীগ্রাম উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতার, পৌর মেয়র আনিছুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান শ্রী দুলাল চন্দ্র মহন্ত, মহীলা ভাইস চেয়ারম্যান শ্রাবনী আক্তার বানু, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম প্রমূখ। উক্ত আলোচনা সভা শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।