গোদাগাড়ীতে সড়ক দুর্ঘটনায় নিহত-১আহত-২।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার গোপালপুর ও কাদিরপুর এলাকার মাঝামাঝি আমানতপুর প্রাণ এগ্রো কোম্পানি লিমিটেড ফ্যাক্টরীর সামনে দুই মোটরসাইকেলের মূখামুখি সংঘর্ষে একজন নিহত ও অপর বাইকে থাকা দুই ব্যক্তিকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুন ২০২২) দুপুর আনুমানিক সাড়ে বারোটায় দিকে এই ঘটনাটি ঘটে বলে জানা যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, চাঁপাইনবাবগঞ্জ হতে দুইটি মোটরসাইকেল পাল্লাপাল্লী করতে গিয়ে মোটরসাইকেলের গতিবেগ হারিয়ে রাজশাহী অভিমুখে থেকে আসা ট্রাকের সাথে ধাক্কা খেয়ে ঘটনাস্থলে এক জন নিহত হয়েছে ও অপর দুইজন গুরুত্বর আহত হয়। পরে আহত অবস্থায় তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল (রামেক) পাঠানো হয়েছে।