শুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ০৮:৩২ অপরাহ্ন

নলডাঙ্গায় দিনব্যাপী যুব উৎসব অনুষ্ঠিত।

মোঃ ফজলে রাব্বী, নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ / ১৭০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৩০ জুন, ২০২২

নলডাঙ্গায় দিনব্যাপী যুব উৎসব অনুষ্ঠিত


যুবকরা দিচ্ছে ডাঁক সব আঁধার মুছে যাক,এই স্লোগান কে সামনে রেখে নলডাঙ্গা উপজেলা ছাত্রকল্যাণ সংস্থার উদ্যোগে নলডাঙ্গার ৫০ জন তরুণ যুবকদের নিয়ে যুব উৎসব অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৯শে জুন) সকালে নলডাঙ্গা উপজেলা পরিষদ হল রুমে উপজেলা নির্বাহী অফিসার সুখময় সরকারের সভাপতিত্বে যুব উৎসবের উদ্বোধন করেন,অনুষ্ঠানের প্রধান অতিথি নলডাঙ্গা উপজেলা পরিষদ চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ।

উদ্বোধন ও সমাপনীতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,নলডাঙ্গার সহকারী কমিশনার ভূমি সোমা খাতুন,মহিলা ভাইস চেয়ারম্যান শিরিন আক্তার, যুব উন্নয়ন কর্মকর্তা খন্দকার আব্দুস শাকেরসহ প্রমুখ।

নলডাঙ্গার বিভিন্ন স্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকা উদ্যোমী বেকার যুবক,স্বেচ্ছাসেবীদের নিয়ে সারাদিন ব্যাপী সমসাময়িক বিভিন্ন বিষয় ও নলডাঙ্গাকে কিভাবে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যায় সে বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।

কৃষি,প্রাণী,মৎস্য ও যুব উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ নিয়ে স্বাবলম্বী হওয়ার বিষয়ে আলোকপাত করা হয়। তাছাড়া ও বিভিন্ন ইভেন্টে নলডাঙ্গার অনেক জানা অজানা বিষয়ে আলোকপাত করা হয়। সারাদিন ব্যাপী প্রোগ্রাম শেষে সবাইকে সার্টিফিকেট প্রদান করা হয়।

সেই সাথে মানবসেবা,পরিবেশ রক্ষায় বিশেষ অবদান,অদম্য ইচ্ছে শক্তিসহ কয়েকটি ক্যাটাগরিতে,আকরাম হোসেন ডলার,ফজলে রাব্বি,মাহফুজুর রহমান,হুমায়ূন রশিদ,রবিউল ইসলামকে নলডাঙ্গা ইয়ুথ ভলেন্টিয়ার এ্যাওয়ার্ড-২০২২ প্রদান করা হয়।

পরে তরুণদের উন্নয়ন ও ভাবনা নিয়ে নিজেদের ভাবনার কথা লিখিত জমা দেন তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর