তাড়াশে মাদকদ্রব্য রোধ কল্পে কর্মশালা অনুষ্ঠিত।
সিরাজগঞ্জের তাড়াশে উপজেলা পর্যায়ে দিনব্যাপী মাদকদ্রব্যের অপব্যবহার রোধ কল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্ম পরিকল্পনা প্রণয়ন শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আজ ২৯ জুন বুধবার সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ও মাদক নিয়ন্ত্রন অধিদফতরের সহযোগীতায় এ কর্মশালা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার মেজবাউল করিমের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারম্নক আহম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আনোয়ার হোসেন খান, সহকারী কমিশনার (ভূমি) লায়লা জান্নাতুল ফেরদৌস, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সঞ্জিত কুমার কর্মকার প্রমুখ।
কর্মশালায় মুখ্য ফ্যাসিলিটেটর হিসেবে ছিলেন জেলা মাদক নিয়ন্ত্রন অধিদফতরের সহকারী পরিচালক আবু আব্দুলস্নাহ জাহিদ। কর্মশালায় সরকারি সকল অধিদফতরের কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি,শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান,রাজনৈতিক নেতৃবৃন্দ,ধর্মীয় প্রতিনিধি, সাংবাদিকবৃন্দদের নিয়ে ১০ দলে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য কর্ম পরিকল্পনা প্রণয়ন করে দলীয় কাজ উপস্থাপন করা হয়।