মঙ্গলবার, ২২ এপ্রিল ২০২৫, ০৩:৪৭ পূর্বাহ্ন

সীমান্ত ট্রেনের ধাক্কায় ভটভটি দুমরে মুচরে দুরে ছিটকে পড়ে ট্রেনের ইঞ্জিন বিকল।

মোঃ ফজলে রাব্বী, নলডাঙ্গা(নাটোর)প্রতিনিধিঃ / ১৮৫ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : শনিবার, ২৫ জুন, ২০২২

সীমান্ত ট্রেনের ধাক্কায় ভটভটি দুমরে মুচরে দুরে ছিটকে পড়ে ট্রেনের ইঞ্জিন বিকল


নাটোরের নলডাঙ্গায় চিলাহাটিগামী আন্তঃনগর সীমান্ত ট্রেনের ধাক্কায় ভটভটি দুমরে মুচরে চালক প্রাণে বেঁচে গেলেও কেউ হতাহত হয়নি। এতে সীমান্ত ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে আড়াই ঘন্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

শনিবার ভোর সাড়ে ৩ টার দিকে উপজেলার নলডাঙ্গা বাজারের রেলগেট পার হওয়ার সময় এ দৃর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়,শনিবার রাত ৩টার দিকে
নলডাঙ্গা বাজারের রেলগেটে ভটভটির সাথে ট্রেনের ধাক্কায় ভটভটি (শ্যালো গাড়ি) দুমরে মুচরে যায়। এতে কেউ হতাহত হয়নি। তবে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পরে। ভটভটিটি নাজিরপুর হতে হাপানিয়া-নলডাঙ্গা সড়ক দিয়ে মাছের পোনা নিতে মাধনগর যাচ্ছিল।

মাধনগর রেলওয়ের কতব্যরত স্টেশন মাষ্টার মোঃ আব্দুল হামিদ জানান,শনিবার রাত সাড়ে ৩ টার দিকে উপজেলার নলডাঙ্গা রেলওরে ষ্টেশন সংলগ্ন রেলগেট দিয়ে একটি ভটভটি (শ্যালো গাড়ি) পার হচ্ছিল।এ সময় খুলনা হতে চিলাহাটি গামী সীমান্ত এক্মপ্রেস ট্রেন এসে ভটভটিকে ধাক্কা দেয়। এতে চালক প্রাণে রক্ষা পেলেও দুমরে মুচরে ৫০ গজ দুরে ছিটকে পড়ে ভটভটি।কিছুদুর গিয়ে ট্রেন বিকল হয়ে পড়ে।ফলে আড়াই ঘন্টা এই রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।

পরে ঈশ্বরদী হতে আরেকটি ইঞ্জিন এসে সীমান্ত ট্রেনকে মাধনগর রেলষ্টেশনে নিয়ে যায়।সেখান থেকে সীমান্ত ট্রেনের বিকল ইঞ্জিন বদলিয়ে মাধনগর থেকে ভোরে ট্রেন ছেড়ে যায়। এতে ট্রেন চলাচল স্বাভাবিক হয়। পরে ইঞ্জিনটিকে মেরামতের জন্য পাঠানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর