সাবেক কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী গ্রেফতার।
বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক,সাবেক জনপ্রিয় কাউন্সিলর অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও চট্টগ্রাম মহানগরী আমীর মুহাম্মদ শাহজাহান এবং মহানগরী সেক্রেটারি অধ্যক্ষ মুহাম্মদ নুরুল আমীন।
এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, ‘সরকার বিনা কারণে সম্পূর্ণ অন্যায়ভাবে একটি সামাজিক অনুষ্ঠান থেকে সাবেক জনপ্রিয় কাউন্সিলর শামসুজ্জামান হেলালীকে গ্রেফতার করেছে। সিলেটের ভয়াবহ বন্যায় জীবনের ঝুঁকি নিয়ে ত্রাণ সামগ্রী নিয়ে ছুটে যাওয়া ও নিজ এলাকা শুলকবহর ওয়ার্ডে পানিবন্দী মানুষের পাশে দাঁড়ানোই কি তার অপরাধ? নেতাকর্মীদের এভাবে গ্রেফতার-নির্যাতন করে জামায়াতে ইসলামীর অগ্রযাত্রা কি থামানো যাবে? মানুষের কল্যাণে কাজ করা কি বন্ধ করা যাবে? এ সরকার ক্ষমতায় আসার পর থেকেই জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার জন্য অবিরত জেল-জুলুম ও নির্যাতন চালিয়ে যাচ্ছে।’
নেতৃবৃন্দ আরো বলেন, ‘সকল ষড়যন্ত্র এবং সরকারী জুলুম-নির্যাতন বুকে ধারণ করে জামায়াতে ইসলামী নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক উপায়ে শান্তিপূর্ণভাবে দলীয় কার্যক্রম চালিয়ে যাচ্ছে, মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। জামায়াতের সকল তৎপরতা প্রকাশ্য ও নিয়মতান্ত্রিক। জামায়াত শান্তিপূর্ণ কর্মসূচিতে বিশ্বাসী। জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের গ্রেফতার সরকারের একটি রুটিনওয়ার্কে পরিণত হয়েছে।’
নেতৃবৃন্দ বলেন, ‘সরকার তার অপকর্মের কারণে ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে। সে কারণে তারা জামায়াতের ইসলামীর অগ্রযাত্রাকে সহ্য করতে পারছে না। দেশে এবং বিদেশে এই স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে সকল গণতান্ত্রিক শক্তি সোচ্চার হচ্ছেন।
অবিলম্বে অধ্যক্ষ শামসুজ্জামান হেলালীসহ সারাদেশে আটক সকল নেতাকর্মীকে নিঃশর্ত মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান নগর জামায়াত নেতৃবৃন্দ।
Post Views: 99