বানভাসি মানুষকে ছাতক থানার খাদ্য ও ত্রাণ বিতরণ অব্যাহত।
সুনামগঞ্জের ছাতক উপজেলায় ভয়াবহ বন্যা আক্রান্ত জনগণের পাশে দাঁড়িয়েছেন থানা পুলিশের সদস্যরা। পুলিশের আইজি ড.বেনজীর আহমেদের নির্দেশে পুলিশ সুপারের (অতিরিক্ত ডিআইজি) প্রত্যক্ষ তত্ত্বাবধানে বানভাসি মানুষের পাশে থাকছেন ছাতক থানার পুলিশ সদস্যরা।
এরই ধারাবাহিকতায় সুনামগঞ্জের ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমানের নেতৃত্বে পুলিশ সদস্যরা কয়েক দিন ধরে সাধারণ মানুষকে পানিবন্দি অবস্থা থেকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়কেন্দ্রে পৌঁছে দিচ্ছে। সেইসঙ্গে ওসির নিজ অর্থায়নে শুকনা খাবার, চাল, ডাল, মুড়ি, গুড়, চিড়াসহ থানার ম্যাচে রান্না করা ভুনা খিচুড়ি বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করেন।
বৃহস্পতিবার ২৩ জুন সকালে ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান নেতৃত্বে, রান্না করা খিচুড়ি গনেশপুর,ভেদেপল্লী ও বিভিন্ন নৌকায় বসবাসরত বানবাসী মানুষকে রান্না করা খাবার বিতরণ করছেন ছাতক থানার ওসি মোহাম্মদ মাহবুবুর রহমান,এছাড়া তার নেতৃত্বে উপজেলার এলাকার বিভিন্ন আশ্রয়কেন্দ্রসহ বন্যার্ত মানুষের মাঝে শুকনো খাদ্য এবং ত্রাণসামগ্রী ও রান্না করা ভুনা খিচুড়ি বিতরণ অব্যাহত রয়েছে।
ওসি জানান, পুলিশের সদস্যরা জীবনের ঝুঁকি নিয়ে ছাতকে বন্যার্ত মানুষের পাশে দাঁড়িয়েছেন, নিয়মিত আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি বন্যা দুর্গত মানুষের জন্য জেলা পুলিশের খাদ্য ও ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত থাকবে।