সন্তানের সুন্নতে খতনা,মা মারা গেলেন বিদ্যুতের তারে জড়িয়ে !
ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার বাজেবকসা গ্রামে বৈদ্যুতিক তারে জড়িয়ে রুমি আক্তার নামের এক নারীর মৃত্যুর খবর পাওয়া গেছে।বৃহস্পতিবার (৯ জুন)
এ মর্মান্তিক ঘটনা ঘটে।
স্হানীয় সূত্রে জানা যায়, উপজেলার বাজেবকসা গ্রামে জালাল হোসেনের পাঁচ বছরের সন্তানের সুন্নতে খতনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল শুক্রবার
(১০ জুন)। এ জন্য বাড়িতে চলছিল ডেকোরেটরে সাজসজ্জাকরণ কাজ।
বৃহস্পতিবার সকালে তিন সন্তানের জননী রুমি আক্তার কাপড় শুকাতে দিতে গিয়ে বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। এসময় শাশুড়ি তাঁকে বাঁচাতে গেলে তিনিও আহত হন। আহত অবস্হায় শাশুড়িকে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা
হয়।
বৈদ্যুতিক তারে জড়িয়ে রুমি আক্তারের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন বাচোঁর ইউনিয়নের চেয়ারম্যান জিতেন্দ্রনাথ বর্মন।
ছেলের সুন্নতে খতনার অনুষ্ঠানে মায়ের এমন মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। বৃহস্পতিবার বিকেলে আমজুয়ান বাজেবকসা হাই স্কুল মাঠে জানাজা শেষে নিহত রুমি আক্তারের দাফন সম্পন্ন হয়।
এ বিষয়ে রাণীশংকৈল থানা পরিদর্শক (ওসি) এসএম জাহিদ ইকবাল মুঠোফোনে জানান পরিবারের কারো কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়। এবিষয়ে কোন মামলা হয়নি।