শনিবার, ১৯ এপ্রিল ২০২৫, ১১:১১ অপরাহ্ন

“কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটে”র বিশ্ব পরিবেশ দিবস পালন।

সৈয়দ মোঃ রাসেল, কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধিঃ / ২৬০ বার পড়া হয়েছে
প্রকাশের সময় : রবিবার, ৫ জুন, ২০২২

কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটে”র বিশ্ব পরিবেশ দিবস পালন।


পটুয়াখালীর কলাপাড়ায় “কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটে”র বৃক্ষরোপণ কর্মসূচী পালন। “একটাই পৃথিবী: প্রকৃতির ঐক্যতানে টেকসই জীবন” এই শ্লোগানকে সামনে রেখে কলাপাড়ায় বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে বৃক্ষরোপণ কর্মসূচী পালন করেছে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোট।

রবিবার বেলা সাড়ে ১১টায় পৌর শহরের চিংগুড়িয়া জ্বীন খালের পাড়ের উপর বিভিন্ন প্রকারের বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করে তারা।

এসময় উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এস এম রাকিবুল আহসান,কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিম,সাধারণ সম্পাদক গৌতম হাওলাদার, সহ-সভাপতি ফয়েজ আহম্মেদ, সহ-সভাপতি আব্দুল খালেক মোল্লা, সাংগঠনিক সম্পাদক সৈয়দ রাসেল, অর্থ সম্পাদক সুমন মল্লিকসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ ও গনমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সভাপতি সৈয়দ রেজাউল করিম বলেন, জীবন ধারণের জন্য সবচেয়ে গুরুত্বপপূর্ণ মৌলিক চাহিদা হল অক্সিজেন। যা আমাদের যোগান দেয় উদ্ভিদ। জীবন ও পরিবেশের জন্য বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই পৃথিবীতে মানুষের বসবাসের স্বাভাবিক পরিস্থিতি বজায় রাখতে ২০০টি বৃক্ষরোপণ করেছি। ভবিষ্যতে আমাদের এই বৃক্ষরোপণ কর্মসূচী অব্যাহত থাকবে।

পরে কলাপাড়া সম্মিলিত নাগরিক অধিকার জোটের সদস্যরা মঙ্গলসুখ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের নিরাপদ চলাচল ও দুর্ঘটনা এড়াতে স্কুলের সামনে দুটি স্পিড ব্রেকারে নতুন করে জেব্রা ক্রসিং রং প্রলেপন করে দেয়া হয়। পর্যাক্রমে পৌর শহরের সকল স্পিড ব্রেকারে জেব্রা ক্রসিং রং প্রলেপন করে দেয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর