ডিমলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত
নীলফামারীর ডিমলায় বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়েছে। একটাই পৃথিবী প্রকৃতির ঐকটানে টেকসই জীবন, পরিবেশ দূষন বন্ধ করি, বাসযোগ্য পৃথিবী গড়ি এই স্লোগানকে সামনে রেখে রবিবার (৫ মে) সকালে ডিমলা উপজেলা পরিবেশ সংরক্ষন ও আর্থ সামাজিক উন্নয়ন এসোসিয়েশন স্বেচ্ছাসেবী সংগঠন ও পল্লীশ্রী রি-কল ২০২১ প্রকল্পের আয়োজনে বিশ্ব পরিবেশ দিবসটি পালিত হয়। দিবসটি উপলেক্ষে উপজেলা পরিষদ চত্ত¡র থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান-প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পূণরায় একই স্থানে এসে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় মিলিত হয়। এ সময় উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম।
এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বাবু নিরেন্দ্র নাথ রায়, পল্লীশ্রী রি-কল প্রকল্পের উপজেলা সমন্বয়কারী পুরান চন্দ্র বর্মন, গয়াবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সামছুল হক, উপজেলা সমাজ সেবা অফিসার নুরুন নাহার, ডিমলা উপজেলা পরিবেশ সংরক্ষন ও আর্থ সামাজিক উন্নয়ন এসোসিয়েশন স্বেচ্ছাসেবী সংগঠনের সাধারন সম্পাদক ইউনুস আলী মোল্লা (সাংবাদিক), সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল মজিদসহ সংগঠনটির সকল সদস্যবৃন্দ।