সিরাজগঞ্জে মাদক বিরোধী অভিযানে শীর্ষ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সিরাজগঞ্জে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২’র সদস্যরা পৃথক স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে গাঁজা ও হেরোইন সহ শীর্ষ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
র্যাব-১২’র স্পেশাল কোম্পানীর একটি চৌকষ আভিযানিক দল ২ মে রাত ৩ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানায় রামারচর গ্রামের নেছারিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামানে ঢাকা-রাজশাহী মহাসড়কের উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ২১৫(দুইশত পনের) গ্রাম হেরোইনসহ মোঃ হামিম হোসেন(৩৩)নামের শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেন।এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত ২ টি মোবাইল ফোন ও নগদ-৩,৬১০/-(তিন হাজার ছয়শত দশ) টাকা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত হামিম হোসেন(৩৩), রাজশাহী জেলার গোদাগারী থানার মহিশাল বাড়ি মাদারপুর গ্রামের মোঃ সুরমান হকের ছেলে।
অপর আরেকটি মাদক বিরোধী অভিযানে মোঃ আলতাফ হোসেন(৫৯)নামের আরেক শীর্ষ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী তাড়াশের কোহিত উত্তরপাড়া গ্রামের মৃত রমেশ প্রামাণিকের ছেলে।
গোপন সংবাদের ভিত্তিতে গত ১ মে রাত সোয়া ৭ টার সময় সিরাজগঞ্জের তাড়াশের উপজেলার সদর ইউনিয়নের কোহিত গ্রামের লুৎফর রহমানের গুদাম ঘরের সামনে পাঁকা রাস্তার উপর মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৪৫০ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী আলতাফ হোসেনকে গ্রেফতার করেন র্যাব-১২’র সদস্যরা।
এ তথ্য নিশ্চিত করেন র্যাব-১২’র মিডিয়া অফিসার মেজর এম রিফাত বিন আসাদ। এ সময় তিনি বলেন গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করত উদ্ধারকৃত আলামতসহ গ্রেফতারকৃতদের সিরাজগঞ্জ জেলার তাড়াশ ও সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।