উল্লাপাড়ায় পৃথক অভিযানে শীর্ষ ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার।
সিরাজগঞ্জে উল্লাপাড়ায় র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২’র সদস্যরা মাদক বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১৮ কেজি সাড়ে ৮’শ গ্রাম গাঁজা ও ২৯৬ বোতল ফেন্সিডিলসহ শীর্ষ ৪ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছেন।
এ সময় মাদক ক্রয়বিক্রয়ের কাজে ব্যবহৃত ৪ টি মোবাইল সেট নগদ সাড়ে ৯ হাজার টাকা ও মাদক বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।
র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র্যাব-১২’র মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান মঙ্গলবার ২৪ মে দুপুরে এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান মঙ্গলবার ২৪ মে রাত সাড়ে ১২ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের গোলকপুর গ্রামের জৈবনিক রমিছা বেগমের বাড়িতে র্যাব-১২’র একটি অভিযানিক দল মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১৮ কেজি সাড়ে ৮’শ গ্রাম গাঁজাসহ শীর্ষ মাদক ব্যবসায়ী মোঃ আশাদুল সেখ(২৫)কে গ্রেফতার করা হয়।সে উপজেলার হাটিকুমরুল গ্রামের মৃত আব্দুল জলিল শেখ।বর্তমানে সে গোলকপুর গ্রামে বসবাস করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিনে রাত পৌনে ২ টার সময় রামারচর গ্রামে ঢাকা-বনপাড়া মহাসড়কের পাশে নেছারিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে আরাকটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শীর্ষ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন কুষ্টিয়ার ভেরামারা থানার মোঃ জাহাঙ্গীর আলমের ছেলে মোঃ জসীম উদ্দিন(২৭), ফারাকপুর চেয়ারম্যান মোড় এলাকার মৃত-কামাল উদ্দিনের ছেলে মোঃ শাহআলম(৪০) ও বাহিরচর গ্রামের মৃত সেকেন্দার আলীর ছেলে মোস্তাকিন(১৯)। চক্রটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে জেলার বিভিন্ন স্থানে মাদক ব্যবসা পরিচালনা করে আসছিলো।
মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রজু করে সলঙ্গা থানায় হস্তান্তর করা হয়েছে।