নন্দীগ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ চেয়ারম্যান প্রার্থীর মনোনয়ন উত্তোলন ও দাখিল।
আগামী ১৫ জুন বগুড়ার নন্দীগ্রাম উপজেলার ১বুড়ইল ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করেছেন।
তারা হলেন- বুড়ইল ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ প্রামানিক, সতন্ত্র প্রার্থী আব্দুল মালেক (সাবেক চেয়ারম্যান), মোফাজ্জল হোসেন মন্ডল, জিয়াউর রহমান জিয়া, ভবেশ চন্দ্র সরকার ও রুহুল আমিন হিমেল।
এরমধ্যে দুইজন প্রার্থী জিয়াউর রহমান ও ভবেশ চন্দ্র গতকাল উপজেলা নির্বাচন অফিসার মো. আব্দুস সালামের নিকট মনোনয়নপত্র দাখিল করেন।
এদিন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি কালিপদ প্রামানিক চেয়ারম্যান পদে মনোনয়নপত্র উত্তোলনকালে সঙ্গে ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র মো. আনিছুর রহমান, সহ সভাপতি সরফুল হক উজ্জল, যুগ্ম সাধারণ সম্পাদক মুকুল হোসেন মুকুল, সাংগঠনিক সম্পাদক মামুনুর রশিদ, আওয়ামী লীগ নেতা শফিউল আলম ছবি, মখলেছুর রহমান মিন্টু, মোজাম্মেল হক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কামরুল হাসান সবুজ প্রমুখ।
নির্বাচন অফিস সুত্রে জানা গেছে, বুড়ইল ইউনিয়ন পরিষদের নির্বাচন উপলক্ষে গত ২৬ এপ্রিল থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে। মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১৭ মে, যাচাই-বাছাই ১৯ মে, প্রার্থিতা প্রত্যাহার ২৬ মে। বুড়ইল ইউনিয়নের ১৬টি কেন্দ্রে ১৫ জুন ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
এই ইউনিয়নের মোট ভোটার ৩০ হাজার ৩২৬। এরমধ্যে পুরুষ ভোটার ১৫ হাজার ৫৬জন ও নারী ভোটার ১৫ হাজার ২৭০জন। উল্লেখ্য, উপজেলার ৫টি ইউনিয়নের মধ্যে চতুর্থ ধাপে ৪টি ইউনিয়নে গত ২০২১ সালের ২৬ ডিসেম্বর শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।