মাধবপুরে রাতের আধারে সরকারি গাছ চুরি।
হবিগঞ্জের মাধবপুর উপজেলার ছাতিয়াইন ইউ পি এর অন্তর্ভুক্ত ছাতিয়াইন -পিয়াইম- সাকুচাইল রাস্তায় রাতের অন্ধকারে সরকারি গাছ কেটে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।
এলাকাবাসী জানায়,গত ঈদের আগের রাতের আধারে কে বা কারা প্রায় ৫ টি মুল্যবান গাছ কেটে নিয়ে যায়, সকালে তা দেখতে পেয়ে গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবগত করে।
এলাকাবাসী আরো জানায়, ছাতিয়াইন বাজারের কাছেই বেশ কয়েকটি করাত কল আছে, এতে গাছ চোর দের সুবিধা।
এ ব্যাপারে জানতে চাইলে ছাতিয়াইন তদন্ত কেন্দ্রের আই,সি,আব্দুল কাইয়ুম জানান খবর পেয়ে আমরা গঠনাস্থল পরিদর্শন করি। এবং সন্দেহ ভাজন এলাকা তল্লাসি করে দফাদার দের এ ব্যাপারে জি,ডি করার পরামর্শ দেই। কিন্তু কোন জি ডি না করায় এখনো কোন পদক্ষেপ নিতে পারিনি।
এ ব্যাপারে জানতে চাইলে ছাতিয়াইন ইউ পি এর চেয়ারম্যান মিনহাজ উদ্দিন চৌধুরী কাসেদ বলেন, ইহা চোরদের কাজ, আমি এ ব্যাপারে মামলা করব। এত দিন হয়ে গেল মামলা করেন নি ক্যান? জানতে চাইলে তিনি বলেন, আমাদের একটা মিটিং আছে, মিটিংয়ের পর পর ই মামলা করব।
সরকারি গাছ চুরির বিষয়টি মাধবপুর উপজেলার নির্বাহী কর্মকর্তা শেখ মঈনুল ইসলাম মঈন এর কাছে জানতে চাইলে তিনি বলেন এ ব্যাপারে আমাকে জানানো হয় নি, তবে সাথে সাথেই এলাকার চেয়ারম্যান এর জি ডি করার কথা।
Post Views: 326