ক্ষতিগ্রস্থ্যরা হলেন – মোসলেম উদ্দিন,পিতা জয়নাল হক মুদির দোকান ক্ষতির পরিমাণ ৬০০০০০/- (ছয় লক্ষ) টাকা, মোঃ রফিকুল ইসলাম, পিতা নাজির উদ্দিন, কবিরাজী ঔষুধের দোকান ক্ষতির পরিমাণ ১০০০০০/- ( এক লক্ষ) টাকা, আহমেদ দেওয়ান, পিতা মৃত্যু মজিদ দেওয়ান, এলোপতি ওষুধের দোকান ক্ষতির পরিমাণ ৫০০০০/-( পঞ্চাশ হাজার) টাকা, মোহাম্মদ সাজু মিয়া, পিতা বীর মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, পান আরত দোকান ক্ষতির পরিমাণ ১৫০০০০/-( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, সেলিম মিয়া, পিতা মৃত ইয়াদ আলী টেইলার্স দোকান ক্ষতির পরিমাণ ২৫০০০০/- (দুই লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, মোঃ আবু বক্কর সিদ্দিক, পিতা মোহাম্মদ সুবহান আলী ইলেকট্রোনিক্স দোকান ক্ষতির পরিমাণ ১৫০০০০ /- ( এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা, আরদশ আলী, পিতা মৃত ইমান আলী সরকার পানের দোকান ক্ষতির পরিমাণ ১০০০০/- ( দশ হাজার) টাকা, মোঃ হাসু মিয়া, পিতা মৃত মাসের আলী পানের দোকান ক্ষতির পরিমাণ ১০০০০/-( দশ হাজার) টাকা।অগ্নিকান্ডে সর্বমোট আনুমানিক পনের লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্থ্যরা সকলে পুর্বছাতনাই ইউনিয়নের বাসিন্দা।
ঘটনাস্থল সরেজমিন পরিদর্শন করেন উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন। এসময়ে উপস্থিত ছিলেন পুর্বছাতনাই ইউনিয়নের চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আব্দুল লতিফ খান।
উপজেলা নির্বাহী অফিসার বেলায়েত হোসেন ঘটনাস্থল পরিদর্শন শেষে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ বিতরন করেন।