লক্ষ্মীপুরের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দোকানীদের জরিমানা।
লক্ষ্মীপুর রায়পুর উপজেলার শহরে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এই সময় অসাধু ৯ ব্যবসায়ীকে ৬৫ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। মঙ্গলবার ০৫/০৪/২২ইং সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পৃথক অভিযানে এই জরিমানা আদায় করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তা অঞ্জন দাশ জানান, পবিত্র মাহে রমজান উপলক্ষে দ্রব্যমূল্যের স্থিতিশীলতা বজায় রাখতে বাজার মনিটরিং ও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে।
জানা যায়,ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট অঞ্জন দাশ কর্তৃক ২০বিশ হাজার টাকা এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রাসেল ইকবাল কর্তৃক ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরিচসলিত পৃথক অভিযানে ৯ জন অসাধু ব্যাবসায়ীর বিরুদ্ধে ৯নয় মামলায় সর্বমোট ৬৫ হাজার টাকা আদায় করা হয়েছে।
নিয়মিত অভিযান পরিচালনা অব্যাহত থাকবে বলে জানান রায়পুর উপজেলার নির্বাহী কর্মকর্তা। অভিযানে পৌর মেয়র গিয়াস উদ্দিন রুবেল ভাট ও রায়পুর থানা পুলিশ সহযোগিতা করেন।