বাংলাদেশ ইসলামী ফ্রান্ট,যুবসেনা,ছাত্রসেনার উদ্যোগে মাহে রামাদ্বান আগমনে স্বাগতম মিছিল।
বাংলাদেশ ইসলামী ফ্রান্ট, যুবসেনা, ছাত্রসেনা, শ্রীমঙ্গল উপজেলা শাখার নেতৃবৃন্দের উদ্যোগে পবিত্র মাহে রামাদ্বান আগমন উপলক্ষে ও রামাদ্বান মাসে দিনের বেলায় হোটেল রেস্তোরাঁ বন্ধের আহ্বান জানিয়ে স্বাগত মিছিল হয়েছে।
শনিবার (০২ এপ্রিল) আসর নামাজের পরপরই মিছিলটি বের করে, মৌলভীবাজার রোড ও হবিগঞ্জ রোড এবং বিভিন্ন রোডে মিছিল দিয়ে পরে চৌমোহানা এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদে মিছিল ও সমাবেশে,বাংলাদেশ ইসলামী যুবসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখা সভাপতি ডাঃ মামুনুর রশীদ’র সভাপতিত্বে ও বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখা সাধারণ সম্পাদক মোঃ নাজমুল ইসলাম সাঈদ পরিচালনায়।
প্রধান অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন-সাবেক কেন্দ্রীয় অর্থ সম্পাদক মাওলানা কাজী হাবিবুর রহমান।বিশেষ অতিথি উপস্থিত থেকে বক্তব্য রাখেন,ছত্রসেনা কেন্দ্রিয় সদস্য মোঃ খায়রুল আমিন সহ প্রমুখ।
আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি আব্দুল কাইয়ুম জাফরি, সিনিয়র সহ সভাপতি সাংবাদিক নূর মোহাম্মদ সাগর, সাংগঠনিক সম্পাদক হাফেজ জাকারিয়া আহমদ, সদস্য মোশাররফ হোসেন রাসেল সহ প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন- মাহে রমজানের পবিত্রতা রক্ষায় নিত্যপয়োজনীয় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে হবে।নাহয় গরিব অসহায় দরিদ্র মুসলমানের জন্য রোজা রাখা অনেক কষ্ট হবে। তাই সকল নিত্যপণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে নিয়ে আসতে হবে। অশ্লীলতা বেহায়াপনা,মদ,জুয়া,ঘুষ-দুর্নীতি বন্ধ করতে হবে। দিনের বেলায় প্রকাশ্যে পানাহার পরিহার করতে হবে। রমজান মাসে ট্রাফিক জ্যাম বন্ধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। বিদ্যুৎ, পানি, গ্যাস সরবরাহ নির্বিঘণে করতে হবে।উক্ত সমাবেশ দোয়া’র মাধ্যমে সমাপ্তি ঘোষণা করা হয়।
Post Views: 494