সিরাজগঞ্জে সদর উপজেলা মৎস্য অফিসের আয়োজনে-জাটকা সংরক্ষণ সপ্তাহ’র উদ্বোধন।
“ইলিশ আমাদের জাতীয় মাছ জাটকা ধরলে সর্বনাশ, মুজিব বর্ষে শপথ নেবো, জাটকা নয় ইলিশ খাবো” এই স্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের আয়োজনে – জাটকা সংরক্ষণ সপ্তাহ ২০২২ শুভ উদ্বোধন হয়েছে।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুর ৩ টায় সিরাজগঞ্জ সদর উপজেলায় নির্বাহী কর্মকর্তা মাশুকাতে রাব্বি সভাপতিত্বে র্যালী শেষে সদর উপজেলা হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ ও কামারখন্দ ২ আসনের জাতীয় সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না।
স্বাগত বক্তব্য রাখেন,সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগন্জ সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব রিয়াজ উদ্দিন আহমেদ,জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি হেলাল উদ্দিন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা হাসনা হেনা, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস এম নাছিম রেজা নুর দিপু, নৌ পুলিশ ইন্সপেক্টর মোঃ দেলোয়ার হোসেন, জেলা আওয়ামী মৎস্য লীগের সভাপতি বীরমুক্তিযোদ্বা আলী আহমদ টুংকু, সাধারন সম্পাদক মাইনুল ইসলাম তালুকদার ।
এ সময় আরও উপস্থিত ছিলেন,শাহজাদপুর উপজেলা মৎস্য কর্মকর্তা সাথী রানী নিয়োগী, বেলকুচি উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ শামীম রেজা, কাজিপুর উপজেলা মৎস্য কর্মকর্তা হাসান মাহমুদুল হক, চৌহালী উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনোয়ার হোসেন, উপজেলা কাওয়াকোলা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান জিয়াউর রহমান জিয়া মুন্সি, জাতীয় মৎস্য জীবী লীগের যুগ্ন -মহাসচিব সুরুজ জামান তালুকদার, সিরাজগঞ্জ পৌরসভার মহিলা কাউন্সিলর ও জেলা যুব মহিলা লীগের আহবায়ক রুমানা রেশমা, মহিলা কাউন্সিলর মিনা খাতুন, মহিলা কাউন্সিলর স্বপ্না হাবীব খান প্রমুখ।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য অধ্যাপক ডাঃ হাবিবে মিল্লাত মুন্না তার বক্তব্যে বলেন, ইলিশ আমাদের জাতীয় মাছ জাটকা ধরলে সর্বনাশ, তাই কোন জেলে ঝাটকা অভিযান সংরক্ষণ কালে কেউ ঝাটকা মাছ শিকার করবেন না। ইলিশ আমাদের জাতীয় মাছ। আমাদের এখনো এই কথা মনে আছে আমাদের হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেছিলেন আমরা মাছে ভাতে বাঙ্গালী। বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের একটি গুরুত্বপূর্ণ মন্ত্রনালয় তার অধীনে মৎস্য অধিদপ্তর আছে। আমরা দেশ বিদেশে রপ্তানিতে ইলিশ উৎপাদন শীর্ষ অবস্থান সবার সার্বিক সহযোগিতা এগিয়ে যাচ্ছে।
বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী দিক নিদের্শনে সরকারের প্রতিটি গুরুত্বপূর্ণ বিভাগ কাজ করে যাচ্ছে তারই ধারাবাহিকতায় প্রতিটি জেলা শহরের মৎস্য কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা জেলেদের পাশে খোঁজ খবর রাখেন। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জেলেদের ভিজিএফ এর পরিমাণ মাসিক ১০ কেজি হতে ৪০ কেজিতে উন্নীত করেছেন। প্রতিটি জেলেরা আমাদের সম্পদ তারা আমাদের দেশের ইলিশ মাছ অর্থনীতিতে ইলিশের অবদান।
উল্লেখ্য, সদর উপজেলা প্রশাসন ও সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কার্যালয় উদ্যোগে ৩১ শে মার্চ হতে ৬ এপ্রিল পর্যন্ত জাটকা সংরক্ষণ সপ্তাহ পালিত হবে।