উল্লাপাড়া উপজেলা আ’লীগের নাম ব্যবহার করে সংবাদ প্রকাশের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের নাম ব্যবহার করে সংবাদ প্রকাশ ও প্রচারের প্রতিবাদে সাংবাদিক সম্মেলন করেছেন উল্লাপাড়া উপজেলা আওয়ামিলীগ। বুধবার বেলা ১১ টার দিকে উপজেলা আওয়ামিলীগ কার্যালয়ে এ সাংবাদিক সম্মেলন করেন ।
উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুল বাতেন হিরুর সভাপতিত্বে উক্ত সম্মেলনে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান হাফিজ, সাংগঠনিক সম্পাদক মীর আরিফুল ইসলাম উজ্জল,ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন,একটি মহল সংবাদ পত্রে ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করে উপজেলা আওয়ামীলীগের মধ্যে বিভক্তি করার চেষ্টা করছে। এ জন্য সংবাদ পত্রে সঠিক তথ্য তুলে ধরার জন্য সাংবাদিকদের প্রতি আহব্বায়ন জানান বক্তরা।
উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা বলেন,উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ একটি সুসংগঠিত দল। স্থানীয় সংসদ সদস্য তানভীর ইমামের নেতৃত্বে দলটি সুশৃঙ্খল ভাবে কাজ করে যাচ্ছে। তাই একটি মহল উপজেলা আওয়ামী লীগের মধ্যে বিভক্তি করার জন্য উপজেলা আওয়ামীলীগের নাম ব্যবহার করে বিভিন্ন এলাকায় পথ সভা সহ মোটরসাইকেল শোডাইন করে যাছে। কিন্তু উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদককের অনুমতি ছাড়াই তারা ইচ্ছে মত ওই সকল অনুষ্ঠান করায় উপজেলা আওয়ামীলীগের ভাবমূর্তি নষ্ট হচ্ছে এবং সাংবাদিকের ভুল তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করা হচ্ছে বলেও তিনি জানান ।
উল্লেখ্য গত ২৯ মার্চ স্থানীয় কয়েকটি পত্রিকায় উল্লাপাড়া উপজেলা আওয়ামীলীগ বিভিন্ন ইউনিয়নে তৃণমুল নেতাকর্মীদের সঙ্গে গনসংযোগ শিরোনামে সংবাদ প্রকাশ হলে বিষয়টি উপজেলা আওয়ামীলীগের দৃষ্টিগোচর হয়। তারই প্রতিবাদে আজ বুধবার সাংবাদিক সম্মেলন করেন উল্লাপাড়া উপজেলা আওয়ামী লীগ ।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি অধ্যাপক ইদ্রিস আলী,মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক এস এম জাহেদুজ্জামান কাকন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ আরিফ বিন হাবিব,দপ্তর সম্পাদক আবুল বাসার,পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও প্যানেল মেয়র এস এম আমিরুল ইসলাম আরজু,উপজেলা যুবলীগের যুগ্ন আহবায়ক ও পৌর কাউন্সিলর এস এম আজিজুল ইসলাম শাহ আলম সহ আওয়ামী লীগের নেতৃবৃন্দ ।